মহেশখালীতে অস্ত্র কারখানার সন্ধান

কক্সবাজারের মহেশখালীতে অভিযান চালিয়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র্যাব

সাংরক্ষিত ছবি

অপরাধ

মহেশখালীতে অস্ত্র কারখানার সন্ধান

২০ আগ্নেয়াস্ত্রসহ ২ কারিগর আটক

  • কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ জুলাই, ২০১৮

কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়ার দুর্গম পাহাড়ে অভিযান চালিয়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র্যাব। গত শনিবার রাত ১২টা থেকে রোববার ভোর পর্যন্ত অভিযানে কারখানা থেকে ২০টি অস্ত্র, ২৪ রাউন্ড গুলি এবং অস্ত্র তৈরির সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। এ সময় আটক করা হয়েছে অস্ত্র তৈরির দুই কারিগরকে। আটক ব্যক্তিরা হলো— কালারমারছড়ার আবদুল হাকিম (৩৮) ও শহিদুল্লাহ (৩১)।

র্যাব-৭-এর কক্সবাজার ক্যাম্প ইনচার্জ মেজর মেহেদী হাসান এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, দ্বীপ উপজেলা মহেশখালীর বিভিন্ন পাহাড়ি এলাকায় বেশ কয়েকটি অস্ত্র তৈরির কারখানা থাকার খবর পেয়ে রাতে র্যাবের একটি দল সেখানে অভিযানে যায়। গভীর রাতে শুরু হওয়া অভিযানের একপর্যায়ে ভোররাতের দিকে হোয়ানক ও কালারমারছড়া ইউনিয়নের মাঝামাঝি এলাকার পাহাড়ে একটি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়।

র্যাব কর্মকর্তা জানান, র্যাবের অভিযান টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় আবদুল হাকিম ও মো. শহিদুল্লাহকে আটক করা হয়। এ সময় পাশাপাশি অবস্থিত কারখানা দুটি থেকে দেশে তৈরি ১২টি লম্বা বন্দুক (এসওবিএল), একটি কাটা বন্দুক (ডিবিবিএল), সাতটি ওয়ান শুটারগান ও ২৪ রাউন্ড গুলিসহ অস্ত্র তৈরির বেশ কিছু সরঞ্জাম জব্দ করা হয়।

মেজর মেহেদী আরো জানান, গ্রেফতার হাকিম ও শহিদুল্লাহ দীর্ঘদিন ধরে অস্ত্র তৈরির সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads