মহসিন মল্লিক চতুর্থ বারের মতো সভাপিত নির্বাচিত

মো: মহসিন মল্লিক

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

মহসিন মল্লিক চতুর্থ বারের মতো সভাপতি নির্বাচিত

রাণীনগরের দেউলা মনিকহার উচ্চ বিদ্যালয়

  • রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
  • প্রকাশিত ৭ ডিসেম্বর, ২০১৮

নওগাঁর রাণীনগর উপজেলার দেউলা মনিকহার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির চতুর্থ বারের মতো সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন মো: মহসিন মল্লিক। সে উপজেলার বড়গাছা ইউনিয়নের শলিয়া গ্রামের মৃত সোলাইমান মল্লিক এর ছেলে। তিনি ২০১০ সাল থেকে দেউলা মনিকহার উচ্চ বিদ্যালয়ের সভাপিত হিসাবে দায়িত্ব পালন করছেন। এবারো তিনি বিনা প্রতিদন্ধীতায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন।

এছাড়াও মহসিন মল্লিক উপজেলার বড়গাছা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ২ বার মেম্বার ছিলেন বর্তমানে তিনি বড়গাছা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন।

স্কুল সূত্রে জানা গেছে, ২০১০ সাল থেকে দেউলা মনিকহার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপিত হিসাবে দায়িত্ব পালন করছেন মহসিন মল্লিক। গত ৯ সেপ্টেম্বর তারিখে রাণীনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে বিনা প্রতিদন্ধীতায় ২০১৯-২০ সালের জন্য মহসিন মল্লিক আবারও সভাপতি পদে নির্বাচিত হন। গত ২২ নভেম্বর তারিখে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে দেউলা মনিকহার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপিতসহ ১১ সদস্য বিশিষ্ট একটি পুনাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads