মনোহরগঞ্জে সঞ্চয়ী হিসাবের টাকা পাচ্ছেন না শতাধিক নারী শ্রমিক

ছবি : সংগৃহীত

সারা দেশ

মনোহরগঞ্জে সঞ্চয়ী হিসাবের টাকা পাচ্ছেন না শতাধিক নারী শ্রমিক

  • কুদরত উল্যাহ, মনোহরগঞ্জ (কুমিল্লা)
  • প্রকাশিত ৮ জানুয়ারি, ২০১৯

কুমিল্লার মনোহরগঞ্জে রুরাল এমপ্লয়মেন্ট এন্ড রোড মেইনটেন্যান্স (আরইআরএমপি-২) প্রকল্পের শতাধিক নারী শ্রমিক ৭ মাসেও তাদের সঞ্চয়ী হিসাবে জমাকৃত টাকা পাচ্ছেন না। প্রায় ৭ মাস আগে প্রকল্পটির মেয়াদ শেষ হলেও সঞ্চয়ের টাকা না পাওয়ায় হতাশএ শ্রমিকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, উপজেলার ১১টি ইউনিয়নে এ প্রকল্পের আওতায় রাস্তা মেরামতের কাজ করতেন ১১০ জন নারী শ্রমিক। ৪ বছর চুক্তিভিত্তিক উক্ত প্রকল্পের মেয়াদ গত ১৫ এপ্রিল শেষ হলেও কর্তৃপক্ষের উদাসীনতায় ৭ মাস ধরে আটকে আছে তাদের সঞ্চয়ের টাকা। বারবার কর্তৃপক্ষের নিকট ধর্ণা দিয়েও সঞ্চয়ের টাকা পাওয়ার নিশ্চয়তা মিলছেনা শ্রমিকদের।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আল-আমিন সরদার এর সাথে কথা হলে তিনি জানান, শীঘ্রই ওই প্রকল্পের কর্মীরা বেতন পেয়ে যাবেন এলজিইডি কুমিল্লার নির্বাহী প্রকৌশলী সোহরাব হোসেন এর সাথে এ বিয়য়ে কথা হলে তিনি জানান, উক্ত প্রকল্পে কর্মরত নারী শ্রমিকদের সঞ্চয়ের টাকা প্রদানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads