টাঙ্গাইল-৭ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী খান আহমেদ শুভর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে রায় দিয়েছেন নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনের নেতৃত্বাধীন কমিশন রোববার বিকেলে এ রায় দেন। এ রায়ের ফলে এমপি প্রার্থী শুভ উপ-নির্বাচনে অংশ নিতে পারবেন।
রোববার বিকেলে রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন, তার পক্ষের সুপ্রিম কোর্টের আইনজীবী এ.বি.এম রিয়াজুল কবির।
এর আগে গত সোমবার (২০ ডিসেম্বর) যাচাই-বাছাই শেষে ঋণের জামিনদার হওয়ায় তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী। এরপর তিনি পরদিন নির্বাচন কমিশনে আপিল করেন। আজ রোববার বিকেলে শুনানিতে তার মনোনয়ন বৈধতা ঘোষণা করা হয়।
এ ব্যাপারে খান আহমেদ শুভর সাথে মুঠোফোনে যোগাযোগে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মির্জাপুর বাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে উল্লেখ করেন।
প্রসঙ্গত, গত ১৬ নভেম্বর রাজধানীর সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এই আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা একাব্বর হোসেন। তার মৃত্যুর পর আসনটি শূন্য হলে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। এ উপজেলায় মোট ভোটার ৩ লাখ ৪০ হাজার ৩৭৮, এরমধ্যে পুরুষ ১ লাখ ৭০ হাজার ৫০১ ও মহিলা ১ লাখ ৬৯ হাজার ৮৭৭ জন। আগামী ১৬ই জানুয়ারি ১২৪টি ভোটকেন্দ্রে ইভিএমের মাধ্যমে এ আসনে ভোটগ্রহণ হবে।