কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি আফাজ উদ্দিন আহমদ দলীয় মনোনয়ন না পাওয়ায় সোমবার দ্বিতীয় দিনের মতো তার সমর্থকরা বিক্ষোভ মিছিল করেছে। তবে সড়ক অবরোধ করার চেষ্টা করলে পুলিশি বাধায় তা সম্ভব হয়নি। আজ সোমবার সকাল থেকে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের তারাগুনিয়া বাজারে আফাজ উদ্দিন আহমেদের সমর্থকরা এ বিক্ষোভ মিছিল করে। সকাল থেকে দৌলতপুর থানা ও জেলা পুলিশের বিশেষ দল ঘটনাস্থলে উপস্থিত থেকে উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রন করে।
স্থানীয়রা জানায়, গতকাল রোববার সাবেক ছাত্র নেতা এড. আ. ক. ম সরওয়ার জাহান বাদশা আওয়ামী লীগ দলীয় মনোনয়ন পাওয়ার খবর সাবেক এমপি আফাজ উদ্দিনের নিজ এলাকা তারাগুনিয়ায় ছড়িয়ে পড়লে তার সমর্থক ও এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে বিক্ষাভ মিছিল ও সড়ক অবরাধ করে। প্রায় ঘন্টাব্যাপী চলা সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল চলাকালে তারাগুনিয়া বাজারের সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় এবং সকল প্রকার যান চলাচল বন্ধ থাকে। দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করলে উত্তপ্ত পরিবেশ স্বাভাবিক হয়। পরবর্তীতে আজ সোমবার সকাল থেকে পুনরায় বিক্ষোভ মিছিল শুরু হয়। এ সময় সমর্থকরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের বাধায় তা পন্ড হয়ে যায়। বিক্ষোভ মিছিল থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্ত প্রার্থী সরোয়ার জাহান বাদশার বিরুদ্ধে বিভিন্ন ধরনের শ্লোগান দিয়ে আফাজ উদ্দিনকে দলীয় মনোনয়ন দেয়ার দাবি জানান সমর্থকরা।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) নুর ই আলম সিদ্দিকী জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রনে রয়েছে। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটনি।
এদিকে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে সরোয়ার জাহান বাদশা আওয়ামী লাগের মনোনয়ন পাওয়ায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞ জানিয়ে পথসভা করেছে তার সমর্থকরা। সোমবার দুপুরে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড়ে এই পথসভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সরোয়ার জাহান বাদশার রাজনৈতিক ইতিহাস তুলে ধরে বক্তব্যে দেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা হায়দার আলী, সাধারন সম্পাদক সরদার আক্তার হোসেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ, কে এম ফজলুল হক প্রমুখ। পথসভা ও মানববন্ধন শেষে নেতা কর্মী ও সাধারন মানুষের মাঝে মিষ্টি বিতরন করা হয়।