ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পেল ‘লালমনি এক্সপ্রেস’

ফাইল ছবি

যোগাযোগ

ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পেল ‘লালমনি এক্সপ্রেস’

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৯ ডিসেম্বর, ২০১৯

লালমনি এক্সপ্রেস’ ট্রেনের সহস্রাধিক যাত্রী আজ রোববার ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে।

গাইবান্ধা রেল স্টেশনের কর্তব্যরত মাস্টার বীরেন চন্দ্র জানান, ১১টা ৫০ মিনিটের দিকে গাইবান্ধার কামারপাড়া রেল স্টেশন ছেড়ে গাইবান্ধার দিকে আসছিল ট্রেনটি। পথিমধ্যে গাইবান্ধার ভেড়ামারা ব্রিজের কাছে ট্রেনের ১২টি বগির হুক ভেঙে আলাদা হয়ে যায়। পথিমধ্যে আটকা পড়ে যাত্রীসহ ১২টি বগি।

বগিগুলো উদ্ধারে ব্যর্থ হয়ে বাধ্য হয়ে ট্রেনটি ৪টি বগি নিয়ে গাইবান্ধা রেল স্টেশনে পৌঁছায়। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানানো হয়। কর্তৃপক্ষের নির্দেশে ইঞ্জিনসহ ট্রেনের ৪টি বগি গাইবান্ধা স্টেশন থেকে আবারও ভেড়ামারায় বগিগুলো আনার জন্য রওনা হয়। তবে রাত পৌনে ৮টা পর্যন্ত ১২টি বগি উদ্ধার করে স্টেশনে আনা সম্ভব হয়নি বলে জানান তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads