ভ্যান গগের কৃষি চিত্রকর্ম

ছবি : সংগৃহীত

ফিচার

ভ্যান গগের কৃষি চিত্রকর্ম

  • প্রকাশিত ২২ ডিসেম্বর, ২০১৮

পৃথিবীবিখ্যাত চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গগ বলেছিলেন, ‘আমি পেন্টিংয়ের স্বপ্ন দেখি এবং তারপর থেকে আমার স্বপ্ন ছবি আঁকা।’ এই মহান চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গগ ১৮৫৩ সালের ৩০ মার্চ নেদারল্যান্ডসের ছোট্ট একটি গ্রামে জন্মগ্রহণ করেন। এ গ্রামটি ছিল বেলজিয়াম সীমান্তবর্তী। ছোটবেলা থেকেই অনেক দুঃখ কষ্ট করে বেড়ে ওঠেন। চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গগ ‘ভ্যান গগ’ নামেই সমধিক পরিচিত।

তার চিত্রকর্মের অধিকাংশই পরিবেশ, ফুল এবং বিভিন্ন ঋতু নিয়ে। নদী আর পাখিও তার তুলির আঁচড় থেকে বাদ যায়নি। শিল্পীর চিত্রকর্ম দেখে ছোখ ছানাবড়া হয়েছে আমার! যদি ভ্যান গগের শুধু কৃষিবিষয়ক ছবিই নির্বাচন করি তাহলেও দেখা যাবে, কৃষিকাজের এমন কোনো ক্ষেত্র নেই যা তিনি তুলে ধরেননি। তার তুলির আঁচড়ে নান্দনিকতা পেয়েছে হালচাষ থেকে গোলায় ভরা পর্যন্ত। এর মাঝে আছে সেচ দেওয়া, জমি প্রস্তুত করা, নারী-পুরুষ উভয়ের অংশগ্রহণ, সার ছিটানো, ফসলের কাঁচা ও পাকা পর্যায় বা মাড়াই প্রভৃতির চিত্র। কৃষক কাজ করে ক্লান্ত হয়ে গেলে বিশ্রাম নেওয়ার দৃশ্যও বাদ পড়েনি শিল্পীর তুলি থেকে। এই মেধাবী চিত্রকর ভ্যান গগ তাই আজো পৃথিবীব্যাপী সমাদৃত।

ভ্যান গগ কৃষকের সংগ্রামমুখর জীবনী তুলে ধরেছেন তার অসংখ্য চিত্রকর্মের ভেতর দিয়ে। এক একটি চিত্র যেন হাজার হাজার কথার বর্ণনা করে চলেছে। কৃষকদের সংগ্রাম করেই জীবন-জীবিকা নির্বাহ করে বেঁচে থাকতে হয় এবং প্রতিটি দেশেরই কৃষক সমাজের যাপিত জীবন যে প্রকৃতির ওপর নির্ভরশীল, তা ভ্যান গগের চিত্রকর্মে প্রতিফলিত হয়েছে। সুনিপুণভাবে শিল্পী তার ছবিগুলোতে কৃষকের সংগ্রামমুখর ছবি এঁকেছেন। ভ্যান গগের এরকম কিছু চিত্রকর্ম হচ্ছে— Landscape with Ploughed Fields (১৮৮৯), The Ploughed Field (১৮৮৮), Shower at Sunset (১৮৮৮)। আবার ফসলের বিভিন্ন পর্যায়ের নান্দনিক ও চোখ ঝলসানো কিছু ছবি আঁকলেন তিনি, যার সংখ্যাও কম নয়। এরকম কয়েকটি হচ্ছে Sunset at Wheat Field (১৮৮৮), Landscape near Anvers : Wheat fields (১৮৮৮), Field with Irises near Arles (১৮৮৮)। ভ্যান গগ ছবি আঁকলেন ফার্ম হাউজের, মাড়াইকলের, মাড়াই প্রস্তুতি ইত্যাদি নিয়ে। এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে— Farmhouse in Provence (১৮৮৮), Haystacks in Provence ইত্যাদি। ক্লান্ত কৃষক কাস্তে আর হালের গরু ফেলে একটু জিরিয়ে নিচ্ছে। দুপুরের রোদে কিষান-কিষানী। এ ছবিটির নাম নুন : রেস্ট ফ্রম ওয়ার্ক (১৮৯০)।

মাত্র ৩৭ বছর বয়সে আত্মহত্যা করেন এ মহান চিত্রশিল্পী। তবে তার আত্মহত্যা নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। অনেকে বলেন, তাকে হত্যা করা হয়। দরিদ্র চিত্রশিল্পী নিজের পেটে গুলি চালিয়ে দিলেন ১৮৯০ সালের ২৭ জুলাই বিকেলে, উত্তর ফ্রান্সের এক গ্রামে। কিন্তু তার মৃত্যু তখনই হয়নি। গুলি চালানোর পর ঘরে গিয়ে দিব্যি ধূমপান করলেন, কিন্তু ৩০ ঘণ্টার মাথায় পাড়ি জমালেন পরপারে। ঘুণাক্ষরেও তিনি জানলেন না, মৃত্যুর পর অখ্যাত থেকে পরম পূজনীয় চিত্রকরের কাতারে নাম উঠে যাবে তার। ভিনসেন্ট ভ্যান গগের নাম চিত্রশিল্পের ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে আরো কিছুকাল।

 

আবু আফজাল সালেহ

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads