বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে ভোলায় পাক হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আজ সোমবার জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ এর আয়োজনে জেলা প্রশাসন কার্যলয়ের সামনে থেকে একটি বর্নাঢ্য র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। র্যালিতে বীরমুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এতে অংশ নেয়।
১৯৭১ সালের এই দিনে পাকহানাদার মুক্ত হয় ভোলা। ১০ ডিসেম্বর ভোররাতে ভোলা লঞ্চ ঘাট থেকে লঞ্চ যোগে পাকবাহিনী ভোলা থেকে পালিয়ে যেতে শুরু করে । মুক্তি যোদ্ধারা তাদের আটকানোর চেষ্টা করেও আধুনিক অ¯্ররে কাছে ব্যর্থ হয়। পরে মিত্র বাহিনী কে খবর দেয়া হলে চাঁদপুরের কাছে মিত্র বাহিনীর বিমান হামলায় পাকসেনাদের বহনকারী লঞ্চটি ডুবে যায়।
পাকবাহিনী পালিয়ে যাওয়ার পর ১০ ডিসেম্বর সকালে ভোলা কালেক্টরেট ভবনের সামনের বর্তমান জেল হিসাব রক্ষন অফিসের ছাদে পতাকা উড়িয়ে ভোলা কে হানাদার মুক্ত ঘোষনা করে মুক্তিযোদ্ধারা।
পরে জেলা প্রশাসকের সভা কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায়বক্তব্য রাখেন ভোলা জেলা প্রশাসক মো: মাসুদ আলম ছিদ্দিক, অতিরিক্ত জেলা প্রশাসক মৃধা মোজাহিদুল ইসলাম ,জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক সভাপতি দোস্ত মাহামুদ, ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম প্রমুখ।