ভোলায় চারটি আসনে ২১ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে

প্রতিনিধির পাঠানো ছবি

নির্বাচন

ভোলায় চারটি আসনে ২১ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

  • ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত ২ ডিসেম্বর, ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলার ৪টি আসনে ভোলা জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে ২৪ প্রার্থীর মনোনয়ন যাচাই বাছাই অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার দুই ধাপের প্রার্থী যাচাই বাছাই এ প্রথম ধাপে সকালে ভোলা-২ ও ভোলা-৪ আসনের দুই প্রার্থীর প্রার্থীতা বাতিল করা হয়। দুপুর ২টা থেকে পরবর্তী ধাপে ভোলা-১ ও ভোলা ৩ আসনের প্রার্থীদের প্রর্থীতা যাচাই বাছাই করা হয়; সেখানে ভোলা-১ আসনে বিএনপির এক প্রার্থীর প্রার্থীতা বাতিল করা হয়। এছাড়া অন্যান্য প্রার্থীদের প্রার্থীতা বৈধ বলে ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা মো. মাসুদ আলম ছিদ্দিক।

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. মাসুদ আলম ছিদ্দিকের উপস্থিতিতে ভোলা-১, ২, ৩, ৪ আসনের প্রার্থীদের তথ্য যাচাই বাছাই করে বৈধতা ও প্রার্থীতা বাতিল করা হয়। বাংলাদেশ ব্যাংকের ঋণখেলাপী তথ্য অনুযায়ী ঋণখেলাপী হওয়ায় ভোলা-১ আসনে বিএনপির প্রার্থী জেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর ও ১ শতাংশ ভোটারের সমর্থন পত্র জমা না দেওয়ায় ভোলা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী হুমায়ুন কবির এবং মনোনয়ন পত্রের কাগজে সকল স্থানে স্বাক্ষর না করায় ভোলা-৪ আসনের জাতীয় পার্টির প্রার্থী এম এ মান্নান হাওলাদারের প্রার্থীতা বাতিল করা হয়।

ভোলা-১ (সদর) আসনে যাচাই বাছাই শেষে ৮ প্রার্থীর মধ্যে বৈধতা পেয়েছে ৭ জনের। বৈধ প্রার্থীরা হলেন- তোফায়েল আহমেদ (আওয়ামী লীগ), আন্দালিব রহমান পার্থ (বিজেপি), হায়দার আলী লেনিন (বিএনপি), মিসেস রেবা রহমান (বিজেপি), কেফায়েত উল্লাহ নজিব (জাতীয় পার্টি), মাওলানা মো: ইয়াছিন (ইসলামী আন্দোলন), অ্যাডভোকেট একেএম সোহেল (বাংলাদেশের কমিউনিস্ট পার্টি)।

ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনে যাচাই বাছাই শেষে ৬ প্রার্থীর মধ্যে বৈধতা পেয়েছে ৫ জন। বৈধ প্রার্থীরা হলেন আলী আজম মকুল (আওয়ামী লীগ), মো: হাফিজ ইব্রাহিম (বিএনপি), রফিকুল ইসলাম মমিন (বিএনপি), মারুফ ইব্রাহিম আকাশ (বিএনপি), ওবায়েদুর রহমান (ইসলামী আন্দোলন)। মনোনয়নপত্রের কাগজে সকল স্থানে স্বাক্ষর না থাকায় প্রার্থীতা বাতিল হয়েছে হুমায়ুন কবির (স্বতন্ত্র)।

ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে যাচাই বাছাই শেষে ৫ প্রার্থীর মধ্যে বৈধতা পেয়েছে ৫জন। প্রার্থীরা হলেন নুরুন্নবী চৌধুরী শাওন (আওয়ামী লীগ), মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম (বিএনপি), কামাল হোসেন (বিএনপি), হাফেজ মাওলানা মোসলেহ উদ্দিন (ইসলামী আন্দোলন), নুরুন্নবী সুমন (জাপা)। এই আসনে বাদ পড়েননি কোন প্রার্থী।

ভোলা-৪ (চরফ্যাশন ও মনপুরা) আসনে যাচাই বাছাই শেষে ৫ প্রার্থীর মধ্যে বৈধতা পেয়েছে ৪ জন। বৈধ প্রার্থীরা হলেন- আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব (আওয়ামী লীগ), মো. নাজিম উদ্দিন (বিএনপি), মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন (বিএনপি), অ্যাডভোকেট মো. মহিবুল্যাহ (ইসলামী আন্দোলন)। মনোনয়নপত্রের কাগজে সকল স্থানে স্বাক্ষর না করায় জাতীয় পার্টির প্রার্থী এম এ মান্নান হাওলাদারের প্রার্থীতা বাতিল হয়েছে।

জেলা রির্টানিং কর্মকর্তা ও ভোলা জেলা প্রশাসক মো. মাসুদ আলম ছিদ্দিক জানান, সব প্রার্থীরা পুনঃবিবেচনার জন্য নির্বাচন কমিশনে অপিল করতে পারবেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads