এম এ বাবর:
ভোটার খরার ও নানা অনিয়মের অভিযোগ নিয়ে শেষ হলো দ্বিতীয় ধাপের ভোট। যদিও বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ভোটার টানতে নানা উদ্যোগ নিয়েছিল। এদিকে প্রার্থীদের ব্যাপক প্রচারণা ও জনসংযোগেও ভোটের চিত্রে পরিবর্তন আসেনি। জাল ভোট, কেন্দ্র দখল, গুলিবর্ষণ, সংঘর্ষসহ নানা অভিযোগ ছিল গত ৮ মে প্রথম ধাপের নির্বাচনে। একই অভিযোগ উঠল গতকালের ভোটে।
প্রথম ধাপের নির্বাচনের দিন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছিলেন, ভোট পড়েছে ৩০ থেকে ৪০ শতাংশ। আর দ্বিতীয় ধাপের নির্বাচনে এ ভোটের সংখ্যা কমেছে অর্ধেকে। যদিও নির্বাচন কমিশনের (ইসি) দুই কর্মকর্তার সে হিসাবেও ব্যাপক গরমিল রয়েছে।
ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ গণমাধ্যমকে বলেছিলেন, দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণের প্রথম দুই ঘণ্টায় ৭ শতাংশের মতো ভোট পড়েছে। অন্যদিকে ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেন, দুপুর ১২টা পর্যন্ত ১৬ দশমিক ৯ শতাংশ ভোট কাস্টিং হয়েছে। নির্বাচন পর্যবেক্ষকরা বলছেন, ইসির এ তথ্যও সঠিক নয়। অল্প কিছু কেন্দ্র ছাড়া প্রায় সব কেন্দ্রেই ভোটার উপস্থিতি ছিল না। তাই ভোটের হার আরো কম হবে।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ১৫৬টি উপজেলায় ভোটগ্রহণ হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টায় শুরু হয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত। কেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকা সত্ত্বেও বিভিন্ন স্থানে গুলিবর্ষণ, সংঘর্ষ ও প্রিসাইডিং কর্মকর্তা আটকসহ কিছু বিচ্ছিন্ন ঘটনার মধ্যে দিয়ে শেষ হয়েছে দ্বিতীয় ধাপের নির্বাচন। এই ধাপে ২৪ উপজেলায় ইভিএমে ভোট হয়। বাকি উপজেলায় ভোট হয় ব্যালটে। এ ছাড়া দ্বিতীয় ধাপে ২১ জন একক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। যাদের মধ্যে সাত জন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান রয়েছেন। এদিকে এ ধাপেও বিএনপিসহ সমমনা দলগুলো অংশগ্রহণ করেনি। জনগণকে ভোট বর্জনের আহ্বান জানিয়ে বিভিন্ন উপজেলায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে দলটির নেতাকর্মীরা।
দ্বিতীয় ধাপের নির্বাচনে রাজশাহী, রাজবাড়ী, লক্ষ্মীপুর, লালমনিরহাট, ঝালকাঠি, ফরিদপুর, কুমিল্লা, পটুয়াখালী, নোয়াখালী, নেত্রকোনা, লক্ষ্মীপর, গাজীপুর, জামালপুরসহ অধিকাংশ জেলার উপজেলায় সারা দিন ভোটার উপস্থিতি দেখা গেছে। কেন্দ্র দখলসহ বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনাও ঘটেছে। রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার দুই চেয়ারম্যানপ্রার্থীর সমর্থকদের মধ্যে গুলিবর্ষণ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সকাল ৯টায় বালিয়াকান্দির নবাবপুর ইউনিয়নের বড়ই চারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। ওই একই ভোটকেন্দ্রে ইউসুফ মণ্ডল (৬২) নামে এক ভোটারের মৃত্যু হয়েছে।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শ্যামপুর মাধ্যমিক বিদ্যালয় নারী ভোটকেন্দ্রে ভোটারদের ছয়টি বুথে বেলা দুইটা পর্যন্ত ছয় ঘণ্টায় কেন্দ্রের ৬ নম্বর বুথে মাত্র ছয়টি ভোট পড়েছে। এর মধ্যে একটি ভোট দিয়েছেন এক প্রার্থীর এজেন্ট। বেলা ২টা ১৫ মিনিটে বুথের দায়িত্বে থাকা সহকারী প্রিসাইডিং কর্মকর্তা সোহেল আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
ঠাকুরগাঁওয়ের দুই উপজেলা পরিষদে নির্বাচনে বেলা ৩টা পর্যন্ত কেন্দ্রগুলোতে তেমন ভোটারের উপস্থিতি চোখে পড়েনি। পুরো কেন্দ্র ছিল ফাঁকা। দুপুরে সদরের সিংপাড়া কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, কেন্দ্রে কোনো ভোটার সারি নেই। ১২টি বুথে ভোট গ্রহণ চলছে। ভোটার সারিতে দুটি কুকুর।
ভোটার শূন্য কেন্দ্রের বাইরে বসে খোশগল্প কিংবা লুডু খেলে অলস সময় পার করছেন দায়িত্বে থাকা পুলিশ ও আনসার সদস্যরা। আর কেন্দ্রের অভ্যন্তরে ভোটারের অপেক্ষায় নীরব চাহনি প্রিজাইডিং সহকারী প্রিজাইডিং ও পোলিং এজেন্টরা। কিন্তু বেলা পেরিয়ে দুপুর গড়ালেও রাজধানীর অদূরে সাভার উপজেলা পরিষদ নির্বাচনে দেখা মেলেনি ভোটারের।
গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গ করে কেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগে ঘোড়া প্রতীকের চেয়ারম্যানপ্রার্থী জামিল হাসানের এক কর্মীকে তিন দিনের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
এদিকে রাজশাহীর দুর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আটজন আহত হন। সকালে গোপালপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ঘোড়া প্রতীকের চেয়ারম্যানপ্রার্থী আব্দুল মজিদ সরদার ও মোটরসাইকেল প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের সমর্থদের মাঝে ভোটকেন্দ্র দখলের চেষ্টাকালে এ সংঘর্ষ ঘটে।
কিশোরগঞ্জের কটিয়াদীতে জাল ভোট দিতে গিয়ে কিশোর-কিশোরী আটক হয়েছে। সকাল পৌনে ৯টার দিকে উপজেলার সহশ্রাম-ধুলদিয়া ইউনিয়নের ফুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র এ ঘটনা ঘটে।
নাটোরের বাগাতিপাড়া উপজেলা নির্বাচনে ভোটারদের ভোটকেন্দ্রে প্রবেশে বাধাসহ হুমকি-ধামকি দেওয়ার অভিযোগে আওয়ামী লীগ নেতার দুজনকে আটক করেছে ডিবি পুলিশ। বেলা ১১টার দিকে বাগাতিপাড়া উপজেলার ফাগুয়ারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনের রাস্তায় এই দুজনকে ডিবি পুলিশ আটক করে।
লক্ষ্মীপুরের রামগঞ্জে পশ্চিম কাজিরকজীল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখলের চেষ্টার ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। এ কেন্দ্রে বেলা ১১টার দিকে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা কেন্দ্রে হামলা চালিয়ে দখলের চেষ্টা করে। পরে পুলিশের ধাওয়ায় হামলাকারীরা পালিয়ে যায়।
শরীয়তপুরের জাজিরা উপজেলা পরিষদ নির্বাচনে সাংবাদিক আহতের ঘটনা ঘটেছে। প্রকাশ্যে ভোট দেওয়ার ভিডিও ধারণ করতে যাওয়ায় মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যানপ্রার্থী হাজী মুহাম্মদ ইদ্রিস ফরাজির সমর্থকদের হামলায় অন্তত ১০ জন সাংবাদিক আহত হয়েছেন। বেলা ১১টার দিকে উপজেলার সেনেরচর ইউনিয়নের ফরাজী দারুস সুন্নাহ হাফিজিয়া মাদরাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
এ ছাড়া নোয়াখালীর সোনাইমুড়ীতে উপজেলা পরিষদ নির্বাচনে জালভোট দেওয়ায় এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জালভোট দিতে সহযোগিতা করায় ২ সহকারী প্রিসাইডিং অফিসার ও ৪ পোলিং অফিসারকে আটক করা হয়। উপজেলার দেওটি ইউনিয়নের নান্দিয়াপাড়া বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ডিগ্রি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রকাশ্যে ভোট, জাল ভোট দেওয়ার চেষ্টা, গোপন বুথে পোলিং এজেন্টের প্রভাব বিস্তারসহ বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে। সকালে উপজেলার কয়েকটি কেন্দ্রে গেলে একাধিক প্রার্থী ও তাদের সমর্থকেরা এসব অভিযোগ করেন। সংসদ সদস্য সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে এসব অভিযোগ পাওয়া গেছে।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় ভোটকেন্দ্রের সামনে নগদ টাকা বিতরণের সময় এক প্রার্থীর সমর্থককে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফরিদুল ইসলাম এই দণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম এহতেশামুল হক (৫৫)। তিনি হেলিকপ্টার প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হাই বাবলুর সমর্থক বলে স্বীকার করেছেন। এহতেশামুল হক উপজেলার বাটপাড়া এলাকার ধনপুর গ্রামের রুহুল আমিনের ছেলে।
নরসিংদীর মনোহরদীতে শিল্পমন্ত্রীর ভাইয়ের পক্ষে জাল ভোট ও ভোটকেন্দ্রে ঢুকে এজেন্টকে মারধরের অভিযোগ উঠেছে মনোহরদী পৌর মেয়র আমিনুর রশীদ সুজনের বিরুদ্ধে। বেলা সাড়ে ১১টার দিকে মনোহরদী পৌর শহরের সর্দার আসমত আলী মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে এই ঘটনা ঘটে। মনোহরদী পৌর মেয়র আমিনুর রশীদ সুজন শিল্পমন্ত্রী শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের ভাই ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী নজরুল মজিদ মাহামুদ স্বপনের সমর্থক।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ নির্বাচনে ব্যালট খোলার আগেই প্রকাশ্যে ভোট দেওয়ার ঘটনা ঘটেছে। সকাল ৯টা ১৬ মিনিটে উপজেলার কুটি অটল বিহারী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে এই ঘটনা ঘটে। জানা যায়, ওই ভোটকেন্দ্রের চার নম্বর নারী বুথে ঢুকে একজন ভোটার। সহকারী প্রিজাইডিং কর্মকর্তা তখনো বান্ডিল থেকে ব্যালট পেপার ছিঁড়ে ভোটারের হাতে দেননি। এর আগেই সহকারী প্রিজাইডিং কর্মকর্তার টেবিলে ব্যালট পেপারে সিল মেরে দেন ভোটার। এর চার মিনিট আগে পাশের পুরুষ বুথে খোদ এক প্রার্থীর এজেন্ট পোলিং অফিসারের টেবিলেই ব্যালট পেপারে সিল মেরেছেন।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় গোপন কক্ষে অন্য ভোটারের ব্যালটে সিল মারার সময় মাহবুব মিয়া নামের এক পোলিং এজেন্টকে আটক করা হয়েছে। দুপুরে আখাউড়া শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ (পুরাতন ভবন) কেন্দ্রে এ ঘটনা ঘটে।
খাগড়াছড়ি জেলা সদরের ভূয়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্র দখল ও ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টার ঘটনা ঘটেছে। এ সময় প্রিজাইডিং অফিসারের উপর হামলা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে জাল ভোটের অভিযোগ তুলে কেন্দ্রটিতে এ বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এ সময় আধা ঘণ্টা ধরে বন্ধ রাখা হয় ভোটগ্রহণ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ।
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) ড. বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচন কমিশনের প্রতি মানুষের আস্থা নেই। ভোট দিলেও তা গণনা করা হবে কি না ভোটারদের মনে এমন সন্দেহ রয়েছে। এ ছাড়া বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলো নির্বাচন বর্জন করেছে। তারা সাধারণ মানুষকে এই ভোট বর্জনের আহ্বান জানিয়েছে। এই নির্বাচন নিয়ে মানুষের মধ্যে কোনো উৎসাহ-উদ্দীপনাও নেই। বরং ভোটারদের মধ্যে আতঙ্ক রয়েছে। এমন পরিস্থিতিতে ভোটার উপস্থিতি হয়নি।
উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী প্রথম ধাপে ১৩৯টি উপজেলায় ভোট অনুষ্ঠিত হয়েছে গত ৮ মে। গতকাল দ্বিতীয় ধাপে ১৫৬টি উপজেলার ভোটগ্রহণ শেষ হয়েছে। এরপর তৃতীয় ধাপে ১১২টি উপজেলায় আগামী ২৯ মে এবং চতুর্থ ধাপে ৫৫টি উপজেলায় আগামী ৫ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম ধাপে ২২টি, দ্বিতীয় ধাপে ২৪টি, তৃতীয় ধাপে ২১টি ও চতুর্থ ধাপে ২টি উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।