যুক্তরাষ্ট্র

ভোট গণনা বন্ধে সুপ্রিম কোর্টে যাবেন ট্রাম্প

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৪ নভেম্বর, ২০২০

নির্বাচনের ভোট গণনার প্রক্রিয়া নিয়ে আদালতে মামলা করবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

মঙ্গলবার যুক্তরাষ্ট্র সময় মধ্যরাতে ডোনাল্ড ট্রাম্প এক ব্রিফিংয়ে এমন ঘোষণা দেন।

ব্রিফিংয়ে তিনি বলেন, ‘আমরা চাই নির্বাচনের দিন পার হওয়ার পর সব ভোট গণনা বন্ধ করতে।’

মধ্যরাতের ব্রিফিংয়ে ট্রাম্প বলেন, ‘আমরা জিতব এবং আমরা এরই মধ্যে জিতে গেছি।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, পেনসিলভেনিয়া, নর্থ ক্যারোলিনা, অ্যারিজোনাসহ গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যগুলোতে তার দল এগিয়ে আছে। জো বাইডেন এসব অঙ্গরাজ্যে তাকে ছুঁতে পারবে না।

তিনি বলেন, ভোটের দিনের পরে ডাকযোগে ভোট নেয়া ও ভোট গণনা অবৈধ। এটি ডেমোক্র্যাটিক পার্টির ভোট জালিয়াতির চক্রান্ত। ভোট গণনা বন্ধে তিনি সুপ্রিম কোর্টে আবেদন করতে যাচ্ছেন।

ট্রাম্প এমন এক সময় এই ঘোষণা দিলেন, যখন যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভোটের দৌড়ে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রায় সমানে সমান।

তার এ ঘোষণার ফলে যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফল দীর্ঘমেয়াদি জটিলতায় পড়বে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads