ভারী যানবাহনে বিধ্বস্ত সড়ক, দুর্ভোগ চরমে

ছবি : বাংলাদেশের খবর

যোগাযোগ

ভারী যানবাহনে বিধ্বস্ত সড়ক, দুর্ভোগ চরমে

  • কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
  • প্রকাশিত ২৫ জুলাই, ২০১৯

মৌলভীবাজারের বড়লেখায় রেল লাইন পুনঃনির্মাণ কাজের ঠিকাদারী প্রতিষ্ঠানের অত্যাধুনিক ভারী যানবাহনে এলজিইডি’র লাতু-জলঢুপ পাকা সড়ক মারাত্বক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে।

এতে উপজেলার উত্তরাঞ্চলের ৩ ইউনিয়নের অর্ধ লক্ষাধিক জনসাধারণকে মারাত্মক ঝুঁকি নিয়ে চলাচল করছে। এলজিইডি ভারী যানবাহন চলাচল বন্ধ করতে ঠিকাদারী প্রতিষ্ঠানকে কয়েক দফা লিখিত ভাবে জানালেও কোনো সুরাহ হচ্ছে না।

জানাযায়, উপজেলার লাতু-জলঢুপ এলজিইডি পাকা সড়কটি সর্বোচ্চ ৫ টন মালবাহী যানবাহন চলাচলের উপযোগী। বড়লেখার উত্তরাঞ্চলের মানুষ বিয়ানীবাজার হয়ে সিলেটে যাতায়াতের অন্যতম মাধ্যম এ সড়ক। জনগুরুত্বপুর্ন এ সড়ক দিয়ে বড়লেখার উত্তর শাহবাজপুর, দক্ষিণ শাহবাজপুর ও নিজ বাহাদুরপুর ইউনিয়নের হাজারো মানুষ প্রতিদিন যাতায়াত করেন। প্রায় দেড় বছর ধরে কুলাউড়া-শাহবাজপুর রেললাইন পুনঃস্থাপনের কাজে নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠান ভারতের ‘কালিন্দি রেল নির্মাণ’ এ সড়ক দিয়ে অনুমোদনহীন ২৫-৩০ টন মালবাহী অত্যাধুনিক ভারী যানবাহন চাল‍াচল করে আসছে। এতে দিনে দিনে সড়কটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ছে। বর্ষায় সড়ক ভেঙ্গে গর্তের সৃষ্ঠি হয়েছে। যানবাহন দেবে গিয়ে যোগাযোগ বন্ধ হয়ে পড়ায় এ সড়কে চলাচলকারী জনসাধারণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বুধবার সরেজমিনে দেখাযায়, লাতু-জলঢুপ সড়কটি আলী ব্রিকফিল্ড সংলগ্ন ২০ গজ জায়গা জুড়ে বিরাট গর্তের সৃষ্টি হয়েছে। গর্তে কুলাউড়া-শাহবাজপুর রেললাইন পুনঃস্থাপনের কাজে নিয়োজিত পাথর বোঝাই একটি ট্রাক আটকে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে।

মারাত্মক ঝুঁকি নিয়ে সড়কের পাশ দিয়ে হালকা যানবাহন চলাচলে সড়কটি কাদা পানিতে একাকার হয়ে গেছে। পায়ে হেঁটে চলাচল করতেও বিপাকে পড়ছেন পথচারীরা।

স্থানীয়রা জানান, গত কয়েক দিনের অতিবৃষ্টি ও রেললাইন পুনঃস্থাপন কাজে নিয়োজিত মালবোঝাই ভারী ট্রাক চলাচলের কারণে সড়কটি খানাখন্দে পরিণত হওয়ায় লোকজনকে অবর্ণনীয় দূর্ভোগ পোহাতে হচ্ছে।
ইট বালু বিছিয়ে কয়েকবার অস্থায়ী মেরামত করা হলেও বেহাল দশা কাটছে না। প্রতিনিয়তই যানবাহন আটকে সড়ক বন্ধ হয়ে যাচ্ছে।

মঙ্গলবার পাথরবোঝাই একটি ট্রাক আটকে পড়ায় এখনও সড়কটি বন্ধ রয়েছে, দেখা দিয়েছে দীর্ঘ যানজট। এতে বিপাকে পড়েছেন শিক্ষার্থী, চাকরীজীবি, চিকিৎসা প্রার্থী রোগীসহ সাধারণ যাত্রীরা।

উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সেলিম আহমদ খান জানান, রেলওয়ের কাজের ঠিকাদারী প্রতিষ্ঠানের ভারি লোডের গাড়ি চলাচল বন্ধ করতে দফায় দফায় তাদেরকে বলা হয়েছে। কিন্তু তারা কর্ণপাত করছে না। সড়কটি বন্ধ হওয়ায় গত দুইদিন ধরে জনসাধারণকে মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী আব্দুস সামাদ জানান, লাতু-জলঢুপ সড়কটি ৫ টনের অধিক মালবাহী যানবাহন চলাচলের সড়ক নয়। কুলাউড়া-শাহবাজপুর রেললাইন পুনঃনির্মাণে নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠানের ভারী যানবাহন চলাচলের বিষয় অবগত হয়ে ইতোপুর্বে কয়েক দফা চিঠি দিয়ে তাদেরকে ছোট যানবাহনে মালামাল পরিবহন করতে বলা হয়েছে। কিন্তু তারা বন্ধ করেনি মর্মে স্থানীয়ভাবে তিনিও অবগত। রোববার অনুষ্ঠিতব্য জেলা প্রশাসনের মাসিক সভায় তিনি এ বিষয়টি উত্থাপন করবেন।

ভারতীয় ঠিকাদারী প্রতিষ্ঠান ‘কালিন্দি রেল নির্মাণ’ এর পরিচালক মি. সঞ্জয় জানান, ভারত-বাংলাদেশের প্রধানমন্ত্রী পর্যায়ে এ রেল লাইনের পুনঃস্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে। কাজ বাস্তবায়নে রাস্তাঘাটের কোন ক্ষতি হলে তা মেরামত করে দেয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads