হলিউড অভিনেতা ক্রিস হেমসওয়ার্থ তার ভারত সফর বাতিল করলেন। করোনাভাইরাস আতঙ্কেই ‘থর’ খ্যাত এই অভিনেতা সফরটি বাতিল করেছেন।
মূলত নেটফ্লিক্স সিরিজ ‘এক্সট্রাকশন’-এর প্রচারের জন্যই ভারতে যাওয়ার কথা ছিল তার। আসছে ১৬ মার্চ, দু’দিনের সফরে ভারতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন।
ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, ‘এক্সট্রাকশন’- এর গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেতা রণদীপ হুডাও। কাহিনির প্রেক্ষাপট যেহেতু ঢাকা, অতঃপর ভারত এবং বাংলাদেশের বেশ কিছু লোকেশন মিশিয়ে শুটিং হয়েছে ছবির। ফলে ‘এক্সট্রাকশন’-এর প্রচার খুব গুরুত্বপূর্ণ ছিল।
বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের প্রেক্ষাপটে আবর্তিত হয়েছে ‘এক্সট্রাকশন’-এর কাহিনি। আদ্যোপান্ত থ্রিলার ঘরানার এই ছবিতে হেমসওয়ার্থকে দেখা যাবে অপহৃত এক শিশুকে ঢাকা থেকে উদ্ধার করতে। শুটিংয়ের জন্য ঢাকার আদলে বানানো হয়েছিল ছোট একটি শহরও। তবে রিয়েল লোকেশনেও শুট হয়েছে।‘এক্সট্রাকশন’-এর সিংহভাগ দৃশ্যের শুটিং হয়েছে ভারত ও থাইল্যান্ডে।
ফেব্রুয়ারির পাঁচ দিন পুরোনো ঢাকা এবং এখানকার সাংসদ ভবন চত্বরে ছবিটির শুটিং হয়েছে। আসছে ২৪ এপ্রিল মুক্তি পাবে ‘এক্সট্রাকশন’।