অসাধারণ ব্যাটিং নৈপুণ্য দেখাল ভারত। রাজকোট টেস্টে ভারতীয় ক্রিকেটাররা প্রমাণ করল বিশ্ব সেরা তাদের ব্যাটিং লাইন-আপ। পৃথ্বীশ’র অভিষেক টেস্ট সেঞ্চুরির পর শতক হাঁকিয়েছেন অধিনায়ক বিরাট কোহলি ও অলরাউন্ডার রবিন্দ্র জাজেদা। হেসেছে চিতশ্বর পূজারা ও ঋষভ পন্থের ব্যাটও। পাঁচ ব্যাটসম্যানের অনবদ্য ইনিংস রানের পাহাড় গড়ে দেয় স্বাগতিকদের। সুবাদে প্রথম টেস্টে ৯ উইকেটে ৬৪৯ রানের পাহাড় গড়ে প্রথম ইনিংস ঘোষণা করে ভারত, যার চাপায় পিষ্ট হচ্ছে এখন প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। পড়েছে ফলোঅনের শঙ্কায়।
ব্যাটসম্যানদের দুর্দান্ত পারফরম্যান্সের পর বল হাতে দুরন্ত বোলিং ঝড় তুলেছে ভারতীয় বোলাররা। ধস নামিয়েছে উইন্ডিজদের ব্যাটিং লাইন-আপে। কোহলিদের চ্যালেঞ্জিং স্কোর দেখেই হয়তো ব্যাটিং ভুলে বসেছে সফরকারী ক্যারিবিয়ান শিবির। দলীয় দুই রানের মাথায় ওপেনার ক্রেইগ ব্রাথওয়েটকে হারিয়ে বিপদে পড়ে যায় অতিথিরা। নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকলে ৪৯ রানেই ৫ উইকেট খুইয়ে খাদের কিনারায় পৌঁছে যায় তারা। দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে ব্যাট হাতে নেমে ৬ উইকেট হারিয়ে ৯৪ রানের বেশি তুলতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। সাজঘরে ফেরা ব্যাটসম্যানদের কেউ ১২-এর বেশি করতে পারেননি। ব্যাটনসম্যানদের আসা-যাওয়ার মিছিলের মাঝে দলের বিপদ কাটিয়ে ওঠার চেষ্টা করে যাচ্ছেন রোস্টন চেজ (২৭ ব্যাটিং) ও কিমো পল (১৭ ব্যাটিং)। মোহাম্মদ সামীর ২ উইকেটের সঙ্গে একটি করে উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন, রবিন্দ্র জাজেদা ও কুলদ্বীপ যাদব।
তার আগে ২৩০ বলে ১০টি বাউন্ডারিতে ১৩৯ রানের অনন্য এক ক্রিকেটীয় ইনিংস খেলেন কোহলি। ক্যারিয়ারের এটি তার ২৪তম টেস্ট সেঞ্চুরি। জাদেজা ৫ চার ও ৫ ছক্কায় ১৩২ বলে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি (১০০*) পূর্ণ করলেই ইনিংস ঘোষণা করে ভারত। নার্ভাস নাইনটি’র ভয়ই হয়তো ভর করে বসেছিল ঋষভের কাঁধে। তাই তো আটটি চার ও চারটি ওভার বাউন্ডারি মেরেও খানিকটা বিচলিত ঋষভ সেঞ্চুরি পূর্ণ করতে পারেননি মাত্র আট রানের জন্য। বিশুর বলে পলের হাতে ক্যাচ তুলে দিয়ে মাঠ ছাড়েন তিনি। শতকের আভাস দিয়েছিলেন পুজারাও। ১৪টি চারের মারের সহায়তায় ৮৬ রানেই সন্তুষ্ট থাকতে হয় টপঅর্ডার এ ব্যাটসম্যানকে। আর শুরুতে পৃথ্বীশ ১৯ চারে যোগ করেন ১৩৪ রান।