ভাবনার স্বপ্নজালে সাবিনা

সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিন সাথী

সংরক্ষিত ছবি

আনন্দ বিনোদন

ভাবনার স্বপ্নজালে সাবিনা

  • আল কাছির
  • প্রকাশিত ১২ জুলাই, ২০১৮

চট্টগ্রামের সাবিনা ইয়াসমিন সাথী। নিয়মিত সঙ্গীতচর্চা করে যাচ্ছেন ২০০০ সাল থেকে। ২০০৭ সালে মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতায় অংশ নিয়ে সঙ্গীতে প্রথম স্থান অর্জন করেন তিনি। অধ্যবসায় আর সাধনার ফলে জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় রবীন্দ্রসঙ্গীত বিভাগে প্রথম স্থান অর্জন করেন একাধিকবার। বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও মিলেছে তার স্বীকৃতি।

সম্প্রতি সাবিনার গাওয়া রবীন্দ্রসঙ্গীত নিয়ে অ্যালবাম প্রকাশ করেছে কলকাতার অনন্য মিউজিক। ‘ভাবনার স্বপ্নজালে’ শিরোনামের এ অ্যালবামটিতে রয়েছে পূজা পর্যায়ের অন্তর্ভুক্ত পাঁচটি গানসহ মোট আটটি গান।

কলকাতায় অ্যালবাম প্রকাশ প্রসঙ্গে সাবিনা বলেন, ‘সম্প্রতি কলকাতার অনন্য মিউজিক অ্যান্ড কালচার থেকে রবীন্দ্রসঙ্গীত প্রতিভা অন্বেষণ-২০১৮ অনুষ্ঠিত হয়েছে। প্রথমবারের মতো বাংলাদেশ থেকে আমি সেখানে অংশ নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করি। পুরস্কারের অংশ হিসেবেই এ অ্যালবামটি প্রকাশ করা হয়েছে।’

প্রকাশিত অ্যালবামটি সাবিনার সঙ্গীতগুরু ও বাংলাদেশের রবীন্দ্রসঙ্গীতের দিকপাল প্রয়াত ওস্তাদ মিহির কুমার নন্দীকে উৎসর্গ করেন তিনি। অ্যালবামটির সঙ্গীত পরিচালনা করেছেন সাবিনার বর্তমান গুরু-মা শ্রীমতী অপালা বসু সেন জানিয়ে সাবিনা বলেন, ‘আমার সঙ্গীতজীবনে অর্জনের খাতায় এটি অন্যতম। অন্যরকম একটি ভালোলাগা কাজ করছিল। রবীন্দ্রসঙ্গীতের তীর্থস্থান পশ্চিমবঙ্গের মতো জায়গায় অনন্য সব শিল্পীর মধ্যে নিজেকে আলাদা করে খুঁজে পাওয়া নিশ্চয়ই আনন্দের। আমার সঙ্গীতসাধনার পেছনে যাদের অবদান রয়েছে তাদের সবার কাছে আমার কৃতজ্ঞতা।’

বাংলাদেশে উচ্চ মাধ্যমিক শেষ করে ভারত সরকারের বৃত্তি নিয়ে কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রসঙ্গীত বিভাগে স্নাতক পর্যায়ে পড়াশোনা করছেন সাবিনা। ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে সাবিনা বলেন, ‘রবীন্দ্রসঙ্গীত নিয়ে আমার সব চিন্তা-ভাবনা। চিন্তা-চেতনা আর মনে এখন রবীন্দ্র-ভাবনা ছাড়া আর কিছুই নেই। রবীন্দ্রসঙ্গীত নিয়ে বিস্তর কাজ করতে চাই। স্নাতকোত্তর শেষ করে রবীন্দ্রসঙ্গীতে পিএইচডি করতে চাই। পাশাপাশি বাংলাদেশে শুদ্ধ রবীন্দ্রসঙ্গীত চর্চা আরো বাড়ানোর জন্য কাজ করে যেতে চাই।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads