যুক্তরাষ্ট্রের আড়াইশ বছরের ইতিহাসে প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন কমলা হ্যারিস। প্রথম কৃষ্ণাঙ্গ নারী ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত আমেরিকান হিসেবেও ইতিহাস গড়লেন তিনি।
যুক্তরাষ্ট্রের প্রথা অনুযায়ী প্রেসিডেন্টের আগে ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন কমলা হ্যারিস। তাকে শপথ পড়ান সুপ্রিম কোর্টের বিচারপতি সোনিয়া সোটোমেয়র। শপথ শেষে নতুন ভাইস প্রেসিডেন্টকে করতালি দিয়ে অভিনন্দন জানান আমন্ত্রিত অতিথিরা।
বাইডেনের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস পেশায় আইনজীবী। ক্যালিফোর্নিয়া থেকে তিনি ডেমোক্র্যাট দলের মনোনয়নে সিনেটর নির্বাচিত হন ২০১৬ সালে। এখন আমেরিকার দ্বিতীয় সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হলেন। ১৯৬৪ সালের ২০ অক্টোবর ক্যালিফোর্নিয়ায় ওকল্যান্ডে জন্ম কমলা হ্যারিসের। পিতা ডোনাল্ড জে হ্যারিস জ্যামাইকান বংশোদ্ভুত আর মা ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান।
এর আগে দু'জন নারী আমেরিকার ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থী হয়েছিলেন। ২০০৮ সালে রিপাবলিকান পার্টির সারা পলিন ও ১৯৮৪ সালে ডেমোক্রেটিক পার্টির জেরালডিন ফেরারো। তবে শ্বেতাঙ্গ এই দু'জনের কেউ জয় পাননি।