দেশের বেশীরভাগ নারীদেরই নিজেদের স্বাস্থ্য চর্চা, পরিস্কার-পরিচ্ছন্নতা, ইভটিজিং থেকে রক্ষার কৌশলসহ বিভিন্ন বিষয়ে সচেতনতার অভাব রয়েছে। এসব বিষয়ে সচেতনতা সৃষ্টিতে ‘কর্নফুলি প্রেজেন্টস নারীর চোখে বাংলাদেশ’ নামে সংগঠনের নারী সদস্যরা স্কুল পর্যায়ে ক্যাম্পেইন শুরু নেমেছেন।
আজ সোমবার দুপুরে শহরতলীর দত্তপাড়া উচ্চ বিদ্যালয় চত্তরে বাংলাদেশকে এগিয়ে নিতে পিছিয়ে পড়া নারীদের নিয়ে নাটোরে ‘নারীর চোখে বাংলাদেশ’ নামক এক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন, ঢাকা মেডিকেল কলেজের ডাঃ সাকিয়া হক ও ডাঃ মানসী সাহা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সিলভি রহমান ও সামসুন্নাহার সুমা।
তারা জানান, নারীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য চর্চা,পরিস্কার-পরিচ্ছন্নতা, ভ্রমনের প্রয়োজনীয়তা এবং যৌন হয়রানী থেকে রক্ষার কৌশলসহ বিভিন্ন বিষয়ে তারা সচেতনতা মূলক বক্তব্য ও প্রশিক্ষন দিচ্ছেন। এতে তারা শিক্ষার্থীদের মাঝে বেশ সাড়া পেয়েছেন।
দত্তপাড়া উচ্চ-বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস জানান, এই ব্যাতিক্রমী ক্যাম্পেইনের মাধ্যমে শিক্ষার্থীরা একদিকে যেমন নিজেদের স্বাস্থ্য চর্চা, পরিস্কার-পরিচ্ছন্নতা সম্পর্কে জ্ঞান লাভ করবে তেমনি ইভটিজিং থেকে নিজেকে রক্ষার কৌশল ও সাহস পাবে। এছাড়া ভ্রমনে উৎসাহিত হয়ে দেশ ভ্রমনের মাধ্যমে নিজেদের তথা নারী সমাজকে এগিয়ে নিতে পারবে তিনি মনে করেন।