ব্র্যাক ব্যাংকের প্রহরীকে বুথের তালা ভেঙ্গে উদ্ধার

হাজীগঞ্জ ব্রাক ব্যাংকের বুথের সামনে ফারাসর্ভিসের কর্মীরা

ছবি : চাঁদপুর প্রতিনিধি

সারা দেশ

ব্র্যাক ব্যাংকের প্রহরীকে বুথের তালা ভেঙ্গে উদ্ধার

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ২ নভেম্বর, ২০১৮

১১ঘন্টা পর ব্র্যাক ব্যাংকের নৈশ প্রহরীকে ব্যাংকের বুথের তালা ভেঙ্গে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

শুক্রবার সকাল প্রায় ১১টায় চাঁদপুরের হাজীগঞ্জ ফায়ারস সার্ভিসকর্মীরা তাকে উদ্ধার করে। উদ্ধারকরা ওই নৈশপ্রহরীর নাম মো. শাহজাহান। সে ব্র্যাক ব্যাংক হাজীগঞ্জ শাখায় ব্যাংকের বুথের নৈশ প্রহরী।

বুথে আটক শাহজাহান জানান, রাত আনু: ১২টার সময় তিনি ব্যাংকের বুথে ঢুকে এ সময় বুথের দরজা অটোলক হয়ে যায়। অটো লক হয়ে যাওয়ায় তিনি বুথ থেকে আর বের হতে পারছিলনা। রাতে অন্যান্য নৈশপ্রহরীকে ফোন করলেও কেউ ফোন ধরেনি। সকালেও কেউ উদ্ধার করতে আসেনি।

তিনি জানান, ব্যাংক বন্ধ থাকায় ব্যাংকের ম্যানেজারকে কয়েকবার ফোন করলেও ফোন রিসিভ করেননি। পরবর্তীতে সকালে ডিউটি করার জন্য দারোয়ান আসলে সেও কয়েকবার চেষ্টা করে তালা খুলতে পারেনি।

এ ব্যাপারে ব্র্যাংক হাজীগঞ্জ শাখার ম্যানেজারের মোবাইল ফোনে কয়েকবার কল করা হলেও, কেউ ফোন রিসিভ না করায় ব্যাংকের কারো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

লিডার মো. সিদ্দিকুর রহমান (ভারপ্রাপ্ত কর্মকর্তা) জানান, ৯৯৯ থেকে ফোন পেয়ে আমরা ব্র্যাক ব্যাংকের বুথে সামনে এসেছি। এর পরে তালা ভেঙ্গে তাকে উদ্ধার করা হয়েছে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি জানান, আমি খবর পেয়ে এসআই সুমন মিয়াকে ঘটনাস্থলে প্রেরণ করেছি। পুলিশের উপস্থিতিতে ফায়ার সার্ভিস কর্মীরা এসে বুথের তালা ভেঙ্গে আটক ব্যক্তিকে উদ্ধার করেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads