ব্যারিস্টার মইনুল হোসেন গ্রেফতার

ব্যারিস্টার মইনুল হোসেন

সংগৃহীত ছবি

আইন-আদালত

ব্যারিস্টার মইনুল হোসেন গ্রেফতার

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২২ অক্টোবর, ২০১৮

রংপুরের মানহানির মামলায় ব্যারিস্টার মইনুল হোসেনকে ঢাকার উত্তরা থেকে রাতে গ্রেফতার করা হয়েছে। আজ সোমবার রাত ৯টা ৪৬ মিনিটে উত্তরায় আ স ম আবদুর রবের বাসা থেকে বের হলে তাকে গ্রেফতার করা হয়।

ডিবির যুগ্ম কমিশনার মাহাবুব আলম রাত ১০টায় বাংলাদেশের খবরকে বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে। আগামী মঙ্গলবার যেসব আদালতে মঈনুল হোসেনের বিরুদ্ধে মামলা এবং পরোয়ানা রয়েছে সেসব আদালতে নেওয়া হতে পারে অথবা ঢাকার আদালতেও পাঠানো হতে পারে।

এর আগে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের টক শোতে নারী সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলার অভিযোগে করা মামলায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন রংপুর ও ব্রাহ্মণবাড়িয়ার আদালত।

আজ সোমবার রংপুরে বিকেলে ও দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় মামলার পর এই পরোয়ানা জারি হয়। একই ঘটনায় মইনুলের বিরুদ্ধে ভোলা, রংপুর ও কুমিল্লার আদালতে পৃথক মানহানির মামলা হয়েছে।

বাংলাদেশের খবরের প্রতিনিধিদের পাঠানো খবর-

ব্রাহ্মণবাড়িয়া : জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম দ্বিতীয় আদালতে আজ সোমবার দুপুরে মামলা করেন ইংরেজি দৈনিক অবজারভারের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি আয়েশা আহমেদ লিজা। বিকালে মামলার শুনানিতে আদালতের বিচারক ফারজানা আহমেদ ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

বাদীপক্ষের আইনজীবী সারোয়ার-ই-আলম সাংবাদিকদের জানান, ৫০০/৫০১ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।

এদিকে নারী সাংবাদিককে কটূক্তির অভিযোগে ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে ভোলার আদালতে ৫০ কোটি টাকার মানহানির মামলা হয়েছে। আজ দুপুরে ভোলা যুব মহিলা লীগ আহ্বায়ক খাদিজা আক্তার স্বপ্না বাদী হয়ে মামলাটি করেন। আদালতের বিচারিক হাকিম শরীফ মোহাম্মদ ছানাউল হক ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন। তদন্ত করে আগামী ৩১ অক্টোবর রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

রংপুর : ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে রংপুরে ১০ কোটি টাকার মানহানি মামলা হয়েছে। রংপুরের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আরিফা ইয়াসমিন মুক্তার আদালতে আজ বিকালে এই মামলা করেন নগরীর মুলাটোন এলাকার বাসিন্দা মানবাধিকারকর্মী মিলি মায়া বেগম।

কুমিল্লা : মইনুল হোসেনের বিরুদ্ধে কুমিল্লার আদালতে মানহানির মামলা করেছেন সুবীর নন্দী নামে এক সংক্ষুব্ধ আইনজীবী। গতকাল রোববার দুপুরে কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ১ নম্বর আমলি আদালতে মামলাটি দায়ের করলে মুখ্য বিচারিক হাকিম মো. সোহেল রানা মামলাটি সি আর হিসেবে গণ্য করে আজ সোমবার অধিকতর শুনানির জন্য আগামী ২৩ ডিসেম্বর দিন ধার্য করেন।

এর আগে গত ১৬ অক্টোবর রাত ১২টার দিকে বেসরকারি টেলিভিশন ৭১-এ উপস্থাপিত ‘৭১-এর জার্নাল’ টক শোতে নারীনেত্রী, মানবাধিকারকর্মী ও সাংবাদিক মাসুদা ভাট্টিকে চরিত্রহীন বলে মন্তব্য করেন ব্যারিস্টার মইনুল হোসেন। এ ঘটনার পর থেকে নারী সাংবাদিকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এ ঘটনায় বিভিন্ন জেলায় ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে মামলা দায়ের করেন নারী সাংবাদিকরা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads