টাকার বিনিময়ে ব্যবহারকারীদের স্পর্শকাতর গোপনীয় তথ্য বিক্রির নতুন অভিযোগ উঠেছে ফেসবুকের বিরুদ্ধে। সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, ২০১৫ সাল থেকেই ব্যবহারকারীদের তথ্যভান্ডারে ডেভেলপারদের প্রবেশাধিকার বন্ধ করা হয়েছে, ফেসবুক এমন দাবি করলেও কিছু ডেভেলপার প্রতিষ্ঠানের জন্য এ সুবিধা অব্যাহত ছিল।
প্রতিবেদনে বলা হয়েছে, ‘হোয়াইটলিস্টস’ নামের এ চুক্তির মাধ্যমে সুবিধা পাওয়া থার্ড পার্টি প্রতিষ্ঠানগুলো বন্ধু তালিকা, ফোন নম্বর এবং অন্যান্য তথ্য সংগ্রহ করতে পারত।
অর্থের বিনিময়ে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেছে, এমন একাধিক প্রতিষ্ঠানের নামও প্রকাশ করা হয়েছে এ প্রতিবেদনে। এর মধ্যে আছে আরবিসি ক্যাপিটাল মার্কেট এবং নিসান মোটরস।
তবে ফেসবুক বলছে ভিন্ন কথা। প্রতিষ্ঠানটি দাবি করেছে, গ্রাহকদের জন্য প্ল্যাটফর্মটিকে আরো উন্নত করার জন্য থার্ড পার্টি প্রতিষ্ঠানগুলোকে এ সুবিধা দেওয়া হয়েছে। বিদ্যমান বিভিন্ন ফিচার কতটা ভালোভাবে কাজ করছে এবং নতুন ফিচারগুলো কতটা কার্যকর হবে, এ বিষয়গুলো পরীক্ষা করাই এর মূল উদ্দেশ্য বলে জানিয়েছে ফেসবুক। এ ছাড়া ২০১৫ সালের ঘোষণার পরও ব্যবহারকারীদের বন্ধু তালিকা এসব প্রতিষ্ঠানের কাছে প্রকাশ করার বিষয়টিও স্বীকার করে নিয়েছে ফেসবুক।
এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশনের (এফটিসি) কনজ্যুমার প্রটেকশন ব্যুরোর সাবেক পরিচালক ডেভিড ভ্লাডেক জানান, ব্যবহারকারীদের প্রকাশ্য তথ্যের বাইরে অন্য কোনো তথ্য কোনো প্রতিষ্ঠানের সঙ্গে শেয়ার করার বিষয়ে অনুমোদন নেওয়ার প্রয়োজন রয়েছে। ২০১২ সালে এফটিসির সঙ্গে এ বিষয়ে চুক্তিবদ্ধ হয়েছিল ফেসবুক। তবে সামাজিক যোগাযোগমাধ্যমটির এমন পদক্ষেপ এ চুক্তির স্পষ্ট লঙ্ঘন বলে মনে করেন তিনি।