বেরুয়ান গ্রামের পাঁচশ বছরের ঐতিহ্যবাহী মসজিদ

বেরুয়ান গ্রামের পাঁচশ বছরের ঐতিহ্যবাহী মসজিদ

ছবি : বাংলাদেশের খবর

ফিচার

বেরুয়ান গ্রামের পাঁচশ বছরের ঐতিহ্যবাহী মসজিদ

  • মাসুদ রানা, আটঘরিয়া (পাবনা)
  • প্রকাশিত ৬ নভেম্বর, ২০১৮

পাবনার আটঘরিয়া উপজেলার বেরুয়ান গ্রামে প্রায় পাঁচশ বছর আগে নির্মিত হয় মসজিদটি। বাংলাদেশের বিভিন্ন স্থানে যেসব প্রাচীন নিদর্শন রয়েছে, তার মধ্যে এটি একটি। বর্তমানে মসজিদটির সংস্কারের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

জানা গেছে, উপজেলার চাঁদভা ইউনিয়নের বেরুয়ান মসজিদের প্রধান দরজায় আরবি হরফের একটি শিলালিপি থেকে ওই গ্রামের বয়স্ক লোকজন জানান, এই গ্রামের জামাল প্রামাণিক, জহির প্রামাণিক ও আমান প্রামাণিক নামের তিন ভাই মসজিদটি নির্মাণ করেছিলেন। এর আয়তন ৫০ ফুট দৈর্ঘ্য, ২২ ফুট প্রশস্ত এবং দেয়ালগুলো ৪২ ইঞ্চি চওড়া। চুন আর সুরকিতে নির্মিত মসজিদটিতে শোভা পাচ্ছে বৃহদাকারের তিনটি গম্বুজ। এ ছাড়া তৎকালে এ এলাকার পানির সঙ্কট নিরসনে মসজিদের পাশে ২০ বিঘা জমির ওপর একটি বিশাল দীঘি খনন করা হয়।

আরো জানা যায়, ১৩৭৫ বঙ্গাব্দে বেরুয়ান গ্রামের লোকজনের আর্থিক সহযোগিতায় এই প্রাচীন মসজিদটির কিছুটা সংস্কার করা হয়। মসজিদের ভেতরে মুসল্লিদের সংকুলান না হওয়ায় গ্রামবাসী পরে একটি বারান্দা নির্মাণ করেন। মসজিদের ভেতরে আনুমানিক ৮০ জন মুসল্লির স্থান হলেও গ্রামবাসীর চেষ্টায় নির্মিত বারান্দায় প্রায় ৩৫০ জন মুসল্লি জামাত করে নামাজ আদায় করতে পারেন। এলাকার ছোট ছোট ছেলেমেয়েকে পবিত্র কোরআন শিক্ষা দেওয়ার জন্য মসজিদের পাশেই নির্মাণ করা হয়েছে ফোরকানিয়া মাদরাসা। এই মসজিদ পরিচালনার জন্য ৯ সদস্যের একটি পরিচালনা কমিটি রয়েছে। কমিটির সভাপতি কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক মাস্টার। প্রায় পাঁচশ বছর আগে নির্মিত এই মসজিদটির ঐতিহ্য ধরে রাখতে এর সংস্কারের জন্য এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads