রাজনীতি

বুধবার ও শুক্রবার বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৮ নভেম্বর, ২০২১

জ্বালানি তেল ও দ্রব্যমূল্য বাড়ার প্রতিবাদে বুধবার মহানগরগুলোতে আর শুক্রবার সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি।

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে এই কর্মসূচি ঘোষণা করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সাধারণ মানুষ গরিব থেকে গরিব হচ্ছে কিন্তু সরকার লুটপাটে ব্যস্ত।

জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার সাথে বাস-লঞ্চ ভাড়ার মতো নিত্যপণ্যের দামও বেড়ে যায়। এ অবস্থায় জ্বালানি তেল ও দ্রব্যমূল্য বাড়ার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করেছে ঢাকা মহানগরের উত্তর ও দক্ষিণ বিএনপি। সেখানেই বিএনপি’র মহাসচিব এই পরিস্থিতির প্রতিবাদ জানান।

তিনি আরও জানান, শুধু রাজধানী নয় জ্বালানি তেল ও দ্রব্যমূল্য বাড়ার প্রতিবাদে সারাদেশেই কর্মসূচি দিয়েছে বিএনপি।

বিএনপি নেতারা বলেছেন, সরকারের বিরুদ্ধে আন্দোলনে সাধারণ মানুষেরও সামিল হওয়া উচিত।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads