কিছু দিন আগেই বিয়ে করেছেন রাজ-শুভশ্রী। অন্যদিকে, সদ্য প্রকাশ্যে এসেছে রাহুল-প্রিয়াঙ্কার দাম্পত্য কলহ। ফলে বলা যায় টালিউডে ভাঙা-গড়ার খেলা চলছে। এর মধ্যেই কি বিয়ে করলেন সায়ন্তিকা?
প্রশ্ন উঠছে একটি ছবিকে ঘিরে। সোশ্যাল মিডিয়ায় নিজেই সে ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। ছবিতে দেখা যাচ্ছে, লাল বেনারসিতে কনের সাজে রয়েছেন সায়ন্তিকা। গা ভরা গয়না। মাথায় সিঁদুর। আয়নার দিকে তাকিয়ে রয়েছেন নতুন বউ।
তা হলে কি বিয়ে করে ফেললেন অভিনেত্রী? কাকে বিয়ে করলেন নায়িকা? এই নিয়ে ওয়েব দুনিয়ায় জল্পনা তুঙ্গে। কিন্তু গসিপের উত্তর নিজেই দিয়ে দিয়েছেন তিনি। ছবির ক্যাপশনে স্পষ্ট লিখেছেন, শুটিং ফ্লোর।
অর্থাৎ সত্যি নয়, সেলুলয়েডে বিয়ে করেছেন সায়ন্তিকা। কয়েক দিন আগেই মুক্তি পেয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের ‘উমা’। সেখানে সায়ন্তিকার অভিনয় প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলে। এবার পরের ছবির কাজও শুরু করে দিয়েছেন তিনি।