বিশ্বে প্রথমবারের মতো ডুয়াল স্ক্রিনের ল্যাপটপ আনতে যাচ্ছে তাইওয়ানের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান আসুস। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্পন্ন নতুন এই ল্যাপটপে থাকছে না কোনো আলাদা কিবোর্ড।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেটে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি তাইওয়ানের রাজধানী তাইপেতে অনুষ্ঠিত ‘কম্পিউটেক্স ২০১৮’-তে আসুসের ‘প্রজেক্ট পিকগ’ শীর্ষক এই বিশেষ ল্যাপটপ উন্মোচন করা হয়। এছাড়া এই কম্পিউটেক্সে রক্তচাপ মনিটরসহ ভিভোওয়াচও বিপি, জেনবুক সিরিজের তিনটি নোটবুক এবং ভিভোবুল নোটবুকের একটি পুরো লাইনআপ নিয়ে এসেছে আসুস।
জানা যায়, প্রোটোটাইপ এই ল্যাপটপটিতে ১৩ ইঞ্চির দুটি আলাদা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। যেখানে ভার্চুয়াল কিবোর্ডের মাধ্যমেই ব্যবহারকারী তার চাহিদা মোতাবেক কাজ করতে পারবে। যদিও এর স্পেসিফিকেশন সম্পর্কে তেমন কিছু জানানো হয়নি। তবে ফেস এবং অবজেক্ট রিকগনিশন সুবিধা সংবলিত এই ল্যাপটপটি আগামী বছর বাজারজাত করা হতে পারে বলে আশা করছেন আসুসের গ্লোবাল ফোন অ্যান্ড পিসি মার্কেটিং ডিরেক্টর মার্শেল ক্যাম্পস।
এবারের কম্পিউটেক্সে আসুস চেয়ারম্যান জনি শিহ এক সংবাদ সম্মেলনে এসব পণ্যের ঘোষণা দেন। তিনি বলেন- ‘আমরা সৌন্দর্য, পারফরম্যান্স, উদ্ভাবন আর এআইসহ প্রযুক্তির অবস্থার সঙ্গে প্রত্যেকের সৃজনশীল ক্ষমতা ছড়িয়ে দিতে সহায়তায় সবচেয়ে ভালো কিছু আনার কামনা করি।’
মঞ্চের ঘোষণার সঙ্গে আসুস জেন এআইও ২৭ পিসি, ভিভোবুক ফ্লিপ ১৪ কনভার্টিবল নোটবুক, লিরা ভয়েস থ্রি ইন ওয়ান স্মার্ট ভয়েস রাউটারসহ আরো কিছু আসুসের পণ্য উন্মোচন করে।
এর আগে চলতি বছর স্পেনের বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে আইফোন এক্সসদৃশ্য জেনফোন ৫ ও ৫ জেড নামের দুটি স্মার্টফোন উন্মোচন করে আসুস।
জেনফোন ৫ জেডের বাজারমূল্য তখন ধরা হয় ৫৯০ মার্কিন ডলার। কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসরের সঙ্গে ৮ জিবি র্যাম এবং ১২৮ বা ২৫৬ জিবি স্টোরেজ রয়েছে ডিভাইসটিতে। দেখতে জেনফোন ৫ জেডের মতোই জেনফোন ৫। এই ডিভাইসটিতে কম ক্ষমতার প্রসেসর ব্যবহার করা হয়েছে। জেনফোন ৫-এর বাজারমূল্য হবে আরো কম।