বিশেষ নাটক ‘ভালোবাসার স্বপ্নজালে’

নেপালে চিত্রায়িত করা হয়েছে বিশেষ নাটক 'ভালোবাসার স্বপ্নজালে'

ছবি: সংগৃহীত

শোবিজ

বিশেষ নাটক ‘ভালোবাসার স্বপ্নজালে’

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৭ জুলাই, ২০১৮

মাহি-তিথির বিয়ে হয়েছে বছর দুয়েক আগে। ঘুরতে যায় নেপালে। বিভিন্ন এলাকা ঘুরে তাদের সময় ভালোই কাটছিল। হঠাৎ ফারহান নামের একজন এসে সামনে দাঁড়ায়। ফারহান তিথির পুরনো প্রেমিক। তিথি তখন কী করবে ভেবে পায় না। কারণ তার স্বামী যদি বিষয়টি জেনে যায়, তাহলে সে সমস্যায় পড়তে পারে। উপায় না পেয়ে ফারহানকে সে এড়িয়ে চলতে চায়। ফারহানও নাছোড়বান্দা। সে তিথিকে অনুসরণ করে তার হোটেল পর্যন্ত পৌঁছে যায়। ফারহান চায় তিথি যেন তার সঙ্গে বাইরে দেখা করে। তা না হলে সে মাহিকে সব ঘটনা বলে দেবে। বাধ্য হয়ে তিথি একদিন দেখা করে ফারহানের সঙ্গে। ঘটে যায় ভিন্ন এক ঘটনা।

এমনই গল্পে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘ভালোবাসার স্বপ্নজালে’। নেপালে চিত্রায়িত নাটকটির রচনা করেছেন আহসান আলমগীর। দীপু হাজরার পরিচালনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এফ. এস. নাঈম, অপর্ণা ঘোষ, মনোজ কুমার প্রামানিক, আহসান আলমগীরসহ আরো অনেকে। বাঁধন ড্রিম ভিশনের ব্যানারে নির্মিত নাটকটি আজ রাত ৮টায় আরটিভিতে প্রচারিত হবে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads