বিরামপুরে পরিত্যাক্ত গ্রেনেড উদ্ধার

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

বিরামপুরে পরিত্যাক্ত গ্রেনেড উদ্ধার

  • বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ২৭ ডিসেম্বর, ২০১৮

দিনাজপুরের বিরামপুরে শাখা যমুনা নদী থেকে বালু উত্তোলোনের সময় ১৯৬৮ সালের একটি পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার করেছে থানা পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার শৈলান গ্রাম থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়।

গ্রেনেড উদ্ধার বিষয়ে বালু উত্তোলনকারী পরিবহনের চালক রিপন জানান, রিয়া পরিবহন নামের একটি বালুভর্তি ট্রাক্টর রামচন্দ্রপুর ঘাট থেকে শৈলান গ্রামে আনা হয়। ট্রাক্টর থেকে বালু নামানোর সময় গ্রেনেডটি দেখতে পাই। পরে ট্রাক্টর এর মালিক মাবুদকে বিষয়টি জানালে তিনি থানা পুলিশকে অবহিত করেন।

বিরামপুর থানার উপ-পরিদর্শক মাজিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে উপজেলার শৈলান গ্রাম থেকে মাবুদ নামের এক ব্যক্তি মোবাইল ফোনে গ্রেনেডটির বিষয়ে অবগত করেন। পরে পুলিশ গিয়ে সেখান থেকে গ্রেনেডটি পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে থানায় আনে।

তিনি আরো জানান, গ্রেনেডটির গায়ে ১৯৬৮ সাল খোদাই করা আছে। এটি থেকে ধারণা হচ্ছে ১৯৭১ সালের যুদ্ধের আগের সময়কার অব্যবহৃত একটি গ্রের্নেড।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান গ্রেনেডটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads