বিভাগ উন্নয়ন ফি বাতিলের ঘোষণা জাবি প্রশাসনের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভাগ উন্নয়ন ফি বাতিলের দাবিতে প্রগতিশীল ছাত্রজোটের প্রশাসনিক ভবন অবরোধ

প্রতিনিধির পাঠানো ছবি

শিক্ষা

বিভাগ উন্নয়ন ফি বাতিলের ঘোষণা জাবি প্রশাসনের

  • জাবি প্রতিনিধি
  • প্রকাশিত ৪ ডিসেম্বর, ২০১৮

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) স্নাতকোত্তর শ্রেণিতে বিভাগ উন্নয়ন ফি বাতিলের ঘোষণা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।  

বিভাগ উন্নয়ন ফি বাতিলের দাবিতে প্রগতিশীল ছাত্রজোটের ব্যানারে অনির্দিষ্টকালের জন্য প্রশাসনিক ভবন অবরোধের কর্মসূচি পালন করে আসছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন থেকে স্নাতকোত্তর ভর্তির সময় কোনো বিভাগ উন্নয়ন ফি নেওয়া যাবে না। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শিক্ষক সমিতি ও সংশ্লিষ্ট ছাত্র সংগঠন যৌথভাবে (২০১৮-১৯) শিক্ষাবর্ষে প্রথম বর্ষের বিভাগ উন্নয়ন ফি বাবদ অর্থ প্রদানের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) অনুরোধ করবে।

এদিকে অবরোধ চলাকালে দুপুর ১২টার দিকে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের সাথে প্রগতিশীল ছাত্রজোটের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন। উপাচার্য তাদেরকে বিভাগ উন্নয়ন ফি কমানোর আশ্বাস দেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিজ্ঞপ্তি প্রকাশ করলে বেলা ৩টার দিকে ছাত্রজোটের নেতা কর্মীরা তাদের অবরোধ কর্মসূচি তুলে নেন।

এর আগে সকাল ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচির মাধ্যমে ভর্তি কার্যক্রম অবরোধ করে ছাত্রজোটের নেতৃবৃন্দ। এতে প্রশাসনিক ভবনে কোন কর্মকর্তা-কর্মচারী ও অফিসার প্রবেশ করতে পারেনি। ফলে সকল ধরনের দাফতরিক কার্যক্রম বন্ধ ছিল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads