অবৈধ মোবাইল জব্দের সময় বিপাকে শুল্ক কর্মকর্তারা

বসুন্ধরা সিটি শপিং মলে অবৈধ মোবাইল জব্দের অভিযান চালায় শুল্ক কর্মকর্তারা

ছবি : সংগৃহীত

অপরাধ

বিনা শুল্কে আমদানিকৃত মোবাইল আটকের সময় বিপাকে শুল্ক কর্মকর্তারা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৯ মে, ২০১৮

বসুন্ধরা সিটি শপিং মলে অবৈধ ভাবে আমদানি করা মোবাইল সেট জব্দ করতে গিয়ে ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে পড়েন শুল্ক গোয়েন্দারা। এসময় বিক্ষুব্ধ ব্যবসায়ীরা গোয়েন্দা কর্মকর্তাদের আটকে রেখে বিক্ষোভ প্রদর্শন করেন।

শনিবার দুপুরের এক অভিযানে বসুন্ধরা সিটিতে মোবাইলের দোকান থেকে বেশ কিছু শুল্ক বিহীন মোবাইল সেট জব্দ করা হলে ব্যবসায়ীরা বিক্ষোভ শুরু করে। এসময় ব্যবসায়ীদের সঙ্গে র‌্যাব কর্মকর্তাদেরও উত্তপ্ত বাক্য বিনিময় হয়।

একসময় ব্যবসায়ীরা শুল্ক গোয়েন্দাদের আটকে রেখে সড়কে বিক্ষোভ প্রদর্শন করে। তবে দেড় ঘণ্টা পর সড়ক চলাচলের জন্য খুলে দিলেও শুল্ক গোয়েন্দা বিভাগের অতিরিক্ত মহাপরিচালক কাজী জিয়াউদ্দিনসহ অভিযান পরিচালনাকারী কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখেন। পরে কর্মকর্তারা ব্যবসায়ী সমিতির সঙ্গে বৈঠক করেন।

শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা বলেন, অবৈধ মোবাইল সেট জব্দ করতে দুপুর ১২টার দিকে বসুন্ধরা শপিং মলে অভিযানে নেমেছিলেন তারা। এ সময় ব্যবসায়ীরা তাদের বাধা দিলে র‌্যাব পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালায়। এক পর্যায়ে ব্যবসায়ীরা মার্কেটের সামনের পান্থপথ থেকে কারওরান বাজারের রাস্তায় অবস্থান নেন। আবার ৩টার দিকে তারা রাস্তা ছেড়ে দেন। এসময় শুল্ক গোয়েন্দারা মার্কেটের পেছন দিক দিয়ে বের হতে চাইলে তাদের আটকে দেন বিক্ষুব্ধ ব্যবসায়ীরা।

ব্যবসায়ীরা বলেন, বিনা নোটিসে শুল্ক গোয়েন্দারা আমাদের মোবাইল মার্কেটে অভিযান চালায়। এসময় কোটি টাকার মোবাইল ছিনিয়ে নিয়েছে বলেও দাবি করেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের দাবি গোয়েন্দারা স্থানীয় পুলিশকে কিছু না জানিয়েই এ অভিযান চালায়। তাই বাধ্য হয়ে ব্যবসায়ীরা তাদের পথ রোধ করে মোবাইলগুলো ফেরত চেয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads