সারা দেশ

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু

  • ''
  • প্রকাশিত ৬ জুন, ২০২৪

আব্দুল মান্নান পল্টন

ময়মনসিংহের গফরগাঁওয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মা ও মেডিকেল কলেজে অধ্যয়নরত এক ছেলের মৃত্যু হয়েছে। নিহত ইশতিয়াক আহম্মেদ শিমুল রাশিয়ার একটি প্রাইভেট মেডিকেল ইউনিভার্সিটিতে অধ্যয়নরত দ্বিতীয় বর্ষের ছাত্র। ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের চাড়িপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে ।

শিমুলের মামা খলিলুর রহমান জানান, বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে বাড়ির পুকুরে জল মোটর লাগিয়ে পানি উঠানোর সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহত হন শিমুল। এ সময় শিমুলের মা শিরিন আক্তার ছেলেকে ছটফট করতে দেখে ছেলেকে বাঁচাতে তিনিও পুকুরে ঝাঁপিয়ে পড়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত হন। শিমুল গত এক সপ্তাহ আগে রাশিয়া থেকে এক মাসের ছুটিতে বাড়িতে আসেন।


ইসতিয়াক আহম্মেদ শিমুল উপজেলার বাড়বাড়িয়া ইউনিয়নের চারিপাডা গ্রামের বাসিন্দা স্কুলশিক্ষক হেলাল উদ্দিনের ছেলে। স্কুল শিক্ষক হেলাল উদ্দিন তার স্ত্রী সেলিনা আক্তার ও ফেলের মৃত্যুতে কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেছেন।

ঘটনা পরিদর্শন করতে আসা গফরগাঁও থানার অফিসার ইনচার্জ ওসি শাহিনুজ্জামান খান ও এসআই শফিকসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আলোচনার মাধ্যমে পোস্ট মর্ডাম ছাড়াই লাশ দাফন করা হবে বলে জানান ওসি শাহিনুজ্জামান খান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads