বিদেশফেরত যাত্রীদের কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক

সংগৃহীত ছবি

সরকার

বিদেশফেরত যাত্রীদের কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক

বিদেশফেরতদের কোয়ারেন্টাইন ১৪ দিন, আক্রান্তরা যাবে বিআইটিআইডিতে

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৯ মার্চ, ২০২০

বিদেশফেরত যাত্রীদের বিমানবন্দরে স্ক্রিনিংয়ের পর কোয়ারেন্টাইনে থাকার ব্যবস্থা করছে সরকার। কোয়ারেন্টাইনে থাকতে হবে ১৪ দিন এবং আক্রান্তদের যেতে হবে সীতাকুণ্ডে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রফিক্যাল অ্যান্ড ইনফেকসাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতালে।

অপরদিকে ৬ দেশ থেকে আসা যাত্রীদের কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক করা হয়েছে। দেশগুলো হচ্ছে- চীন, ইতালি, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, ইরান ও থাইল্যান্ড।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদ এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ছয় দেশ থেকে আসা যাত্রীদের বিমানবন্দরে থার্মাল স্ক্যানারে পরীক্ষা করা হচ্ছে। একই সঙ্গে স্ক্যানার দিয়ে শরীরের তাপমাত্রা মাপা হচ্ছে। অবতরণের পর ‘হেলথ ডিক্লারেশন’ ফরম দেয়া হচ্ছে, এখানে তাদের শারীরিক বিষয়সহ বিভিন্ন তথ্য পূরণ করতে হবে। স্বাস্থ্য তথ্য কার্ডও দেয়া হচ্ছে। ছয় দেশ থেকে আসা যাত্রীদের শরীরে জ্বর না থাকলেও তাদের বাধ্যতামূলকভাবে নিজ বাড়িতে বা তারা যেখানে থাকবেন সেখানে ১৪দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।

এদিকে বিআইটিআইডির সহযোগী অধ্যাপক মোহাম্মদ মামুনুর রশীদ জানিয়েছেন, গত ২৪জানুয়ারি থেকে হাসপাতালের ডায়রিয়া ইউনিটের দুটি কক্ষে আইসোলেটেড ইউনিট খোলা হয়েছে। এই সংক্রামক ভাইরাস প্রতিরোধে রোগীর জন্য বিশেষ পোশাকও সরবরাহ করবে সরকার। বিমানবন্দর বা সমুদ্রবন্দর দিয়ে আসা কারো এ রোগের লক্ষণ প্রকাশ পেলে তাদেরকেও এই হাসপাতালে পাঠানো হবে।

চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী জানান, করোনা ভাইরাস আক্রান্ত রোগী পাওয়া গেলে তাদের বিআইটিআইডিতে রাখা হবে। এজন্য ১০টি অ্যাম্বুলেন্স ও পর্যাপ্ত ওষুধ মজুদ আছে। কেউ আক্রান্ত হয়েছে সন্দেহ হলে ব্যক্তিগত বা ছোট পরিবহনে হাসপাতালে যেতে পারবেন। এক্ষেত্রে গণপরিবহন এড়িয়ে চলতে হবে। মাস্ক ব্যবহার করতে হবে।

গতকাল রোববার প্রথমবারের মতো বাংলাদেশে করোনাভাইরাস শনাক্ত হয়। সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা জানান, দেশে আক্রান্ত তিনজনের মধ্যে দুজন ইতালিফেরত। দুজন পুরুষ ও একজন নারী।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads