আকস্মিকভাবে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ওয়েবসাইট বন্ধের ‘নির্দেশ’ দেওয়া হয়েছে।
বিটিআরসি থেকে সোমবার বিকালে এই নির্দেশ দেওয়া হয় মোবাইল ফোন ও আইআইজি অপারেটরগুলোকে।
বিটিআরসির জ্যেষ্ঠ সহকারী পরিচালক তৌসিফ শাহরিয়ারের পাঠানো এক ই-মেইলে এই নির্দেশ দেওয়া হয়। এতে কোনো কারণ বলা হয়নি।
ইমেইলে বলা হয়, কমিশনের সিদ্ধান্তে নিচের লিংকগুলো এখনই ব্লক করার নির্দেশনা দেওয়া হয়।
তাতে https://www.bdnews24.com/ এবং https://m.bdnews24.com/ লিংক দুটো বন্ধ করতে বলা হয়েছে।
সরকারের ‘উপর মহলের নির্দেশে’ এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বিটিআরটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে কী কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে কিছু বলা হয়নি।
সরকারের পক্ষ থেকেও কোনো ভাষ্য পাওয়া যায়নি।