ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এবারের আসরে বিচারক হিসেবে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন ও নির্মাতা রুবাইয়াত হোসেনকে। ১০ জানুয়ারি থেকে শুরু হওয়া উৎসবের এশিয়া চলচ্চিত্র প্রতিযোগিতার বিচারক হিসেবে থাকবেন ইলিয়াস কাঞ্চন। অন্যদিকে রুবাইয়াত হোসেন থাকবেন নারী নির্মাতা বিভাগের বিচারক হিসেবে। এমনটাই জানিয়েছে উৎসবের আয়োজক রেইনবো চলচ্চিত্র সংসদ।
‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’- এই স্লোগান নিয়ে শুরু হচ্ছে এবারের উৎসব। ৯ দিনব্যাপী এ উৎসব চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। ঢাকার জাতীয় জাদুঘর, কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তন, স্টার সিনেপ্লেক্সসহ মোট ৫টি ভেন্যুতে প্রদর্শিত হবে উৎসবের নির্বাচিত ছবিগুলো।
জানা গেছে, এবারের উৎসবে ৬০ দেশের প্রায় ২০০ চলচ্চিত্র প্রদর্শিত হবে। ১৭তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবারের বিভাগগুলো হলো— রেট্রোস্পেকটিভ বিভাগ, বাংলাদেশ প্যানারোমা, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিল্ড্রেন্স ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্মস, ইন্ডিপেনডেন্ট ফিল্ম ও উইমেন্স ফিল্ম সেকশন।





