সারা দেশ

বিএনপি’র চেয়ারপার্সনের নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে জয়পুরহাটে বিএনপি’র পদযাত্রা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৯ অগাস্ট, ২০২৩

জয়পুরহাট প্রতিনিধি
বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে জয়পুরহাটে বিএনপি’র পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ আগস্ট) পৃথক দুটি স্থানে বিএনপির দুটি গ্রুপ এই কর্মসূচী করে।

বেলা ১১টার দিকে বিএনপির একাংশ জেলা শহরের চিনিকল সড়ক থেকে পদযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সসংসদ সদস্য গোলাম মোস্তফা, নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলীম, জেলা বিএনপি’র সাবেক সভাপতি মমতাজ উদ্দীন মণ্ডল প্রমুখ।

এছাড়া দুপুর ১২টার দিকে জেলা বিএনপির আরেকাংশ শহরের নতুনহাট মাহবুবের চাতাল হতে পদযাত্রা বের হয়ে বঙ্গবন্ধু রোড হয়ে আবার ওই চাতালে এসে শেষ হয়।

এতে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জেলা যুবদলের আহ্বায়ক এটিএম শাহনেওয়ার কবির শুভ্র প্রমুখ। এসময় জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।

নেতাকর্মী এই কর্মসূচী থেকে তত্ত্ববধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবী জানিয়ে তারেক জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলার রায়ের প্রতিবাদ জানায়।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads