বাপ্পি-মিমের ‘দাগ’

বাপ্পি-মিম জুটির নতুন ছবি ‘দাগ’

সংরক্ষিত ছবি

আনন্দ বিনোদন

বাপ্পি-মিমের ‘দাগ’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২১ মে, ২০১৮

বাপ্পি চৌধুরী ও বিদ্যা সিনহা মিম জুটির নতুন ছবি ‘দাগ’। ‘তুমি বাঁধনি আমাকে’ শিরোনামের গানটি প্রকাশিত হয়েছে এ ছবির। গানের কথা লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান। সুর ও সঙ্গীতায়োজন করেছেন আলী আকরাম শুভ। গানটিতে কণ্ঠ দিয়েছেন কনক চাঁপা ও আতিক হাসান। ছবির কাহিনী লিখেছেন কামাল আহমেদ। সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন মোহাম্মদ রফিকুজ্জামান। শিগগিরই ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে ছবিটি নির্মাণ করেছেন তারেক সিকদার। বাপ্পি-মিম ছাড়াও ছবিতে অভিনয় করেছেন চিত্রনায়িকা আঁচল। জানা গেছে, দুই বোনের ভূমিকায় অভিনয় করেছেন আঁচল ও মিম। একজন চিত্রশিল্পীর চরিত্রে অভিনয় করেছেন মিম। যার আঁকা ছবি দেখে তার খোঁজে লন্ডন থেকে ছুটে আসে বাপ্পি। চঞ্চল প্রকৃতির মেয়ে আঁচল। বাপ্পিকে ভালোবাসে সে। কিন্তু বাপ্পি ভালোবাসে মিমকে। নানা টানাপড়েনের মধ্য দিয়ে ছবির গল্প এগিয়ে যায়।

এর আগে ‘সুইটহার্ট’, ‘আমি তোমার হতে চাই’, ‘দুলাভাই জিন্দাবাদ’ ছবিতে জুটি হিসেবে দেখা গেছে বাপ্পি-মিমকে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads