বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় পুলিশের সঙ্গে’বন্দুকযুদ্ধে’ আনোয়ার বলী নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার বাইশারি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশের দাবি, নিহত আনোয়ার বলী ডাকাত দল আনোয়ার বাহিনীর উপপ্রধান।ঘটনাস্থল থেকে দুইটি দেশীয় বন্দুকও জব্দ করা হয়েছে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, গতকাল মধ্যরাতে সদর উপজেলা থেকে আট কিলোমিটার দূরে বাইশারি ইউনিয়নের ইটভাটা এলাকায় আনোয়ার বাহিনী অবস্থান করছে । রাত দুইটার দিকে পুলিশ ওই স্থান ঘেরাও করে। ওই সময় ডাকাত বাহিনী পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। দুই পক্ষের মধ্যে গুলিবিনিময়ের এক পর্যায়ে ডাকাত দল পিছু হটে। পরে ঘটনাস্থলে পুলিশ এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় মৃত পড়ে থাকতে দেখে। এ সময় দুটি দেশীয় বন্দুক জব্দ করা হয়।
তিনি জানান, সকালে স্থানীয় লোকজন মৃত ব্যক্তিকে ডাকাত দলের সর্দার আনোয়ার বলী বলে শনাক্ত করেন।