বান্দরবানে বৌদ্ধ সম্প্রদায়ের মহাপিন্ড দান অনুষ্ঠান সম্পন্ন

বৌদ্ধ সম্প্রদায়ের মহাপিন্ড দান অনুষ্ঠানের একাংশ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

বান্দরবানে বৌদ্ধ সম্প্রদায়ের মহাপিন্ড দান অনুষ্ঠান সম্পন্ন

  • বান্দরবান প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ নভেম্বর, ২০১৮

বান্দরবান সদরে বৌদ্ধ সম্প্রদায়ে প্রতি বছরের ন্যায় মহাপিন্ড দান অনুষ্ঠান সম্পন্ন হয়। আজ শুক্রবার সকাল ৮ টায় বৌদ্ধ সম্প্রদায় পিন্ড দানে অংশগ্রহন করেছেন। বৌদ্ধ ধর্মীয়গুরু ও বৌদ্ধ ভিক্ষুরা ধর্মীয় রীতি অনুযায়ী পিন্ড চারণের মাধ্যমে পিন্ড দান গ্রহন করেন।

রাজগুরু বৌদ্ধ বিহার (ক্যং) থেকে পিন্ড চারণ যাত্রা শুরু করে শহরের প্রধান সড়ক উজানী পাড়া, মধ্যম পাড়া, বাজার এলাকা ও কেএস প্রু মার্কেট হয়ে পুনরায় রাজগুরু বৌদ্ধ বিহারে (ক্যং) এসে শেষ হয়। এসময় হাজারো বৌদ্ধ সম্প্রদায়ের দায়ক দায়িকা ও পুণ্যার্থীদের সমাগম হয়ে পিন্ড দানে অংশ গ্রহন করেন।

বিকালের দিকে রাজগুরু বৌদ্ধ বিহারে (ক্যং) বৌদ্ধ ধর্মীয় গুরু এর ধর্মদেশনা, প্রদীপ প্রজ্জ্বলন ও পানি ধেলে মৈত্রী আর্শীবাদ গ্রহনের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হবে।

এটি বৌদ্ধ সম্প্রদায়ের ঐতিহ্যগত একটি বহু বছরের পুরোনো অনুষ্ঠান। এলাকার দুরদুরান্ত থেকে দায়ক দায়িকাবৃন্দ এ সময় উপস্থিত থেকে পুণ্য সঞ্চয় করেন। এসময় বিভিন্ন রং বেরং এর পেন্ডেলসড়কগুলো সাজানো হয়। প্যান্ডেলে ছোট,বড় সকল বয়সের দায়কদায়িকারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পিন্ড দান করেন।

এ অনুষ্ঠানে তথাগত গৌতম বুদ্ধ তার পাঁচশ জন অরহৎ ভিক্ষু শিষ্যদের নিয়ে লোকালয়ে পিন্ড চারণের জন্য বের হতেন। এ দিনটিকে স্মরণ করে দীর্ঘদিন ধরেবান্দরবানে পিন্ড চারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে আসছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads