বাগেরহাটে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হলো ৩১ লাখ নতুন বই

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

বাগেরহাটে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হলো ৩১ লাখ নতুন বই

  • বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশিত ১ জানুয়ারি, ২০২০

সারা দেশের ন্যায় বাগেরহাটেও ১ জানুয়ারি নতুন বই উৎসব পালিত হয়েছে। এবছর জেলায় শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে প্রায় ৩১ লাখ ৭১ হাজার ৩১টি নতুন বই।

আজ বুধবার সকালে বাগেরহাট সরকারি বালিকা বিদ্যালয় চত্বরে ছাত্রদের হাতে নতুন বই তুলে দিয়ে নতুন বই উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।

বাগেরহাট সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে বই উৎসবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. কামরুজ্জামান প্রমূখ।

অপর দিকে বাগেরহাট সরকারী উচ্চ বিদ্যালয়েও বই উৎসব পালিত হয়েছে। এছাড়াও জেলার সকল প্রাথমিক, মাধ্যমিক, দাখিল, এবতেদায়ী মাদ্রাসা, ভোকেশনালে বই উৎসব পালিত হয়।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. কবির উদ্দিন জানান, বাগেরহাট জেলায় এবছর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ৭ লাখ ৯৮ হাজার ৩শ ৫৭টি বই বিতরণ করা হয়। জেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই যোগে এই বই বিতরণ করা হয়েছে।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, বাগেরহাট জেলা এবছর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ১৫ লাখ ৬৩ হাজার ২শ ৬২টি বই, দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ৪ লাখ ৯১ হাজার ২শ ৫৫টি, এবতেদায়ী শিক্ষার্থীদের মাঝে ২ লাখ ৬৭ হাজার ৯শ ৩৪টি, এসএসসি ভোকেশনালের শিক্ষার্থীদের মাঝে ৬৩ হাজার ৩শ ৯৩টি, দাখিল ভোকেশনালের শিক্ষার্থীদের মাঝে ২ হাজার ৪শ ৯৫টি বই বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads