বাগেরহাট জেলার মোড়েলগঞ্জে আব্দুল্লাহ নামে আড়াই মাস বয়সী শিশুকে ঘরের গ্রিল কেটে অপহরণের ঘটনার তিন দিন পরেও উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এখনো ছোট এই শিশুটি উদ্ধার না হওয়ায় পরিবারসহ এলাকাবাসী উদ্বিগ্ন হয়ে পড়েছে।
এদিকে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আজ বুধবার ভোরে পুলিশ অভিযান চালিয়ে দুই নারীসহ পাঁচজনকে আটক করেছে। এর আগে সোমবার বিশারীঘাট এলাকা থেকে পুলিশ রুবেল (২৪) নামে এক যুবককে আটক করেছে।
শিশু চুরি ও মুক্তিপণের দাবিতে অপহরণ করার অভিযোগ তুলে শিশুটির বাবা দলিল লেখক সোহাগ হাওলাদার বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় একটি মামলা করেছেন।
পুলিশ জানিয়েছে, মুক্তিপণের দাবিতে চুরি যাওয়া শিশু আব্দুল্লাহকে উদ্ধার করতে না পারলেও অপহরণকারীদের সনাক্ত করা হয়েছে। তাদের মতে, অপহরণকারীদের মূল হোতা হলেন একই উপজেলার নিশানবাড়িয়া গ্রামের মোয়াজ্জেম চাপরাশির ছেলে হ্নদয় চাপরাশি।
পুলিশ হ্নদয়ের বাড়িতে অভিযান চালিয়ে বেশকিছু চেতনানাশক স্প্রে গ্যাস, কাটার, বিভিন্ন ধরনের ওষুধ, গ্যাস পাইপ, গ্যাস সিলিন্ডারসহ চুরির কাজে ব্যবহৃত অনেক মালামাল উদ্ধার করে।
আটকৃতরা হলেন- অপহরণকারীর মা নাছিমা বেগম (৫২), বোন আবির আক্তার (১৪), হৃদয়ের চাচাতো ভাই সোবাহান চাপরাশীর ছেলে মহিউদ্দিন চাপরাশী (৩৫) ও রশিদ চাপরাশীর ছেলে ফায়জুল চাপরাশী (২৫), রুবেল (৩০) ও দেলোয়ার হাওলাদার (৩৮)।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বুধবার সন্ধা সাড়ে সাতটায় এই প্রতিবেদককে বলেন, শিশুটিকে চুরি করে মুক্তিপণের দাবিতে অপহরণ করার অভিযোগে থানায় একটি মামলা হয়েছে। শিশু চুরির ঘটনায় জড়িতদের আমরা চিহ্নিত করতে পেরেছি। অপহরণের কাজে ব্যবহ্নত একটি মোটরসাইকেল ও চুরি যাওয়া মোবাইলফোনসেটটি পুলিশ উদ্ধার করেছে। এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে ছয়জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপহ্নত শিশুটিকে উদ্ধার করতে পুলিশের ৩টি দল মাঠে কাজ করছে।
রোববার দিনগত রাতে জেলার মোরেলগঞ্জ উপজেলার সদর ইউনয়নের বিশারীঘাটা গ্রামের দলিল লেখক সোহাগ হাওলাদারের বাড়ির জানালার গ্রীল কেটে তার ছেলে আব্দুল্লাহকে বিছানা থেকে দুর্বৃত্তরা চুরি করে নিয়ে যায়। পরে তারা শিশুটিকে ফিরিয়ে দিতে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।