বাগেরহাটে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

বাগেরহাটে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ সেপ্টেম্বর, ২০১৯

বাগেরহাট পৌরসভার ২নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট পৌরসভার হরিণখানা আওয়ামী লীগ কার্যালয় চত্তরে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাগেরহাট- ৪ আসনের সংসদ সদস্য ডাঃ মোজাম্মেল হোসেন।

পৌর আওয়ালী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের যুগ-সাধারণ সম্পাদক পৌর মেয়র খান হাবিবুর রহমান, যুগ-সাধারণ সম্পাদক সরদার ফখরুল আলম সাহেব,  শ্রম বিষয়ক সম্পাদক সরদার বদিউজ্জামান, বাগেরহাট চেম্বার সভাপতি শেখ লেয়াকাত হোসেন, সহসভাপতি সরদার ওমর ফারুক, বাগেরহাট জজ কোর্টের পিপি মোহাম্মদ আলী, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সরদার শামীম আহসান, বাগেরহাট জেলা পরিষদের সদস্য শরিফা খানম প্রমুখ।

বক্তারা বলেন, শেখ হাসিনার দেশ আজ এগিয়ে যাচ্ছে। আমরা নিজেদেও অর্থে পদ্মাসেতু নির্মান করছি। কোন ষড়যন্ত্রই আমাদের উন্নয়নে বাঁধা হতে পারবে না।

পরে কাউন্সিলরদের ভোটে শেখ আব্দুস সালাম সভাপতি এবং শেখ মাইনুল ইসলাম সাধারন সম্পাদক নির্বাচিত হন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads