তালা ( সাতক্ষীরা ) প্রতিনিধি:
নির্জন কারাগার থেকে আসতে পেরে আমি আল্লাহর নিকট শুকরিয়া। বাংলাদেশের ১৮ কোটি মানুষ হাসিনা থেকে মুক্তি হয়েছে; এর থেকে আনন্দের আর কি হতে পারে কথাগুলো বলেছেন সাতক্ষীরার তালা- কলারোয়ার সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।
শনিবার ( ০৭ সেপ্টেম্বর ) বিকালে তালা উপজেলা বিএনপির আয়োজনে কুমিরা ফুটবল ময়দানে উপজেলা বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলামের পরিচালনায় এক গনসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমার স্ত্রীর নিকটও কৃতজ্ঞ আমাদের সন্তানদের ন্যায়সঙ্গত আন্দোলনের ফলে আজ দেশ স্বাধীন। তাদের বিপ্লবের জন্যেই আজকের এ বিজয়। বীর ঘোষনা করছি যারা হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে শহীদ হয়েছে। তরুণ ছেলেদের জীবনের বিনিময়ে আজ এ নতুন দেশ। হাবিবুল ইসলাম হাবিব বলেন, ৬৯ এর গণঅভ্যুত্থান, ৭১ এর মুক্তিযুদ্ধ, এরশাদ মুক্ত আন্দোলন, সবশেষ হাসিনা মুক্ত আন্দোলন করেছে এই ছাত্ররা তাদেরকে সম্মান করি।
তিনি বলেন, বিডিআর হত্যার বিচার চান?
আমরা জীবন-মরণ সাক্ষী রেখে এ দেশে পড়ে ছিলাম, আমি পরীক্ষা দিয়ে পাস করেছি। তাই আপনাদের কাছে এসেছি। আপনাদের থেকে আমাকে বিছিন্ন করতে পারিনি। আর পারবে না। হাসিনার নাম বাংলার মাটিতে কেউ রাখবে না। সকল হত্যাকারীর বিচার করতে হবে। তাই বলে আপনারা, আ. লীগকে নির্যাতন করা চলবে না। চেয়েছিলাম, হাসিনা মুক্ত বাংলাদেশ।
তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া যাবে না। তাদের ক্ষয়ক্ষতি করা যাবে না। তারুণ্যের উচ্ছাস তারেক রহমানকে আবার এদেশে ফিরিয়ে আনতে হবে।
হাবিব বলেন, এই তালার উন্নয়ন হয়েছে খালেদা জিয়ার আমলে আমার নেতৃত্বে।
আমার কাজের মূল্য তালা-কলারোয়ার জনগণ দিয়েছে, আমি কৃতজ্ঞ, আমি চিরঋণী। এই তালার মানুষের কাছে আমি ঋণী। আমি কলারোয়ার সন্তান হয়েও। আমি বিনা ভোটে এমপি হয়নি- হয়েছে স্বপ্নন।
এসময় আজিজুল বারী হেলাল, শফিকুল আলম তুহিন, সদস্য সচিব- খুলনা মহানগর, তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক, সাতক্ষীরা জেলা, আমিনুল ইসলাম সহ-সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগ, জয়ন্ত কুমার কুন্ডু সহ-সাংগঠনিক সম্পাদক, খুলনা বিভাগ, এ্যড. জাহানারা পারভীন বকুল ( সহধর্মিণী), তালা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, তালা উপজেলা যুবদলের সভাপতি মীর্জা আতিয়ার রহমান, সহ দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।





