বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের কারখানা

সংরক্ষিত ছবি

পুঁজিবাজার

বসুন্ধরা পেপারের আইপিও আবেদন শুরু আজ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৯ এপ্রিল, ২০১৮

কাগজ ও প্রিন্টিং খাতের কোম্পানি বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন আজ সোমবার থেকে শুরু হবে।  চলবে আগামী ৯ মে পর্যন্ত।  সংশ্লিষ্ট সূত্রে এমন তথ্য জানা গেছে।

ইলেকট্রনিক বিডিংয়ের মাধ্যমে নির্ধারিত কাট অফ প্রাইস ৮০ টাকায় যোগ্য বিনিয়োগকারীর কাছে আর সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৭২ টাকা দরে শেয়ার ইস্যু করবে কোম্পানিটি।

কোম্পানিটির ১০০টি শেয়ারে লট ধরা হয়েছে। সাধারণ বিনিয়োগকারীরা প্রতি লটে ৭ হাজার ২০০ টাকায় আইপিও আবেদন করতে পারবেন।

পুঁজিবাজারে ২ কোটি ৬০ লাখ ৪১ হাজার ৬৬৭টি শেয়ার ইস্যুর মাধ্যমে ১৯৯ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৯৫২ টাকা সংগ্রহ করবে বসুন্ধরা পেপার।

এর আগে আইপিওর মাধ্যমে বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহে ২০১৬ সালের ৩০ জুন রোড শোর আয়োজন করে বসুন্ধরা পেপার।

আইপিওর মাধ্যমে সংগৃহীত অর্থে কারখানার অবকাঠামো উন্নয়ন, যন্ত্রপাতি ক্রয়, স্থাপনা ও ভূমি উন্নয়ন বাবদ ১৩৫ কোটি, ঋণ পরিশোধ বাবদ ৬০ কোটি এবং বাকি ৫ কোটি টাকা আইপিও প্রক্রিয়ার ব্যয় নির্বাহে খরচ করবে বসুন্ধরা পেপার।

৩০ জুন, ২০১৬ পর্যন্ত কোম্পানিটির (ওয়েটেড এভারেজ) শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৬ পয়সা। সম্পদ মূল্যায়নসহ শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ৩০ টাকা ৪৯ পয়সা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads