বসুন্ধরায় আধুনিক ক্রীড়া কমপ্লেক্স

সংগৃহীত ছবি

খেলা

বসুন্ধরায় আধুনিক ক্রীড়া কমপ্লেক্স

  • ক্রীড়া প্রতিবেদক
  • প্রকাশিত ২৫ ডিসেম্বর, ২০১৯

বসুন্ধরা আবাসিক এলাকার এন ব্লকে গড়ে উঠছে এক অত্যাধুনিক ক্রীড়া কমপ্লেক্স। কয়েক মাস আগে এর কাজ শুরু হয়। এরই মধ্যে উন্নত মানের ড্রেনেজ সিস্টেমসহ ফুটবল স্টেডিয়ামের কাজ শেষ হয়েছে। কেবল ফুটবলই নয়, ক্রিকেট ও হকি স্টেডিয়াম, ফুটসাল, বাস্কেটবল, ভলিবল ও কাবাডি কোর্ট, গলফ ড্রাইভিং রেঞ্জ, শুটিং ও আরচারি রেঞ্জ, সুইমিং পুল, জিমন্যাশিয়াম-কী নেই বসুন্ধরা মাল্টি স্পোর্টস অ্যারেনাতে! সাফল্যের আকাশ ছোঁয়ার এ যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান।

প্রায় ২০০ বিঘা জমির ওপর চলছে বিরাট কর্মযজ্ঞ। সম্পূর্ণ আধুনিক একটা ক্রীড়া কমপ্লেক্স গড়ে তোলা হচ্ছে দুই হাজার কোটি টাকা ব্যয়ে। ক্রীড়া কমপ্লেক্সের পাশ ঘেঁষেই হবে দৃষ্টিনন্দন এক লেক, যার নীল জলরাশি সবুজ-শ্যামল ছায়াঢাকা কমপ্লেক্সের সৌন্দর্য বাড়িয়ে দেবে বহুগুণ। ভলিউমজিরো আর্কিটেক্টের ডিজাইনে এ কমপ্লেক্স বিভক্ত দুটি জোনে। নর্থ ও সাউথ। নর্থ জোনে এএফসির শর্ত মেনে ১০ হাজার দর্শকের গ্যালারিসহ ফুটবল স্টেডিয়াম থাকছে। প্রীতি ক্রিকেট আয়োজনের জন্যও থাকছে স্টেডিয়াম। এ ছাড়া এই জোনে আছে একটি ফুটসাল কোর্ট এবং ইনডোর গেমস ও সুইমিং পুল কমপ্লেক্স। দুটি সুইমিং পুল থাকছে এখানে। একটি আট লেনের ৫০ মিটারের, অন্যটি ছয় লেনের ২৫ মিটারের।

নর্থ জোনের চেয়ে বেশ বড় আকারের হচ্ছে সাউথ জোন। এখানে ১৫ হাজার দর্শকের গ্যালারিসহ একটি পূর্ণাঙ্গ ক্রিকেট স্টেডিয়াম হবে। আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের সব সুবিধা থাকবে এখানে। অনুশীলন মাঠের পাশাপাশি আলাদা নেট প্র্যাকটিসের ব্যবস্থাও থাকছে। সাউথ জোনে হবে একাডেমি এবং ক্লাব বিল্ডিং, যেখানে ডরমিটরিতে ৪০০ থেকে ৫০০ জনের আবাসনের সুব্যবস্থা থাকবে। এই একাডেমি ঘিরে অনেক বড় স্বপ্ন দেখছে বসুন্ধরা কিংস। বসুন্ধরা গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর, হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড  ফিন্যান্স এবং বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান বলেন, ‘একাডেমি হচ্ছে খেলোয়াড় তৈরির কারখানা। এখান থেকেই দুর্বলতা কাটিয়ে একজন খেলোয়াড় পরিপূর্ণ হয়ে উঠবেন। আন্তর্জাতিক অঙ্গনে লড়াইয়ের জন্য নিজেকে প্রস্তুত করবেন।’

এখানেই শেষ নয়। আর্টিফিশিয়াল টার্ফে খেলা হবে হকি, টেনিস কোর্ট, বাস্কেটবল কোর্ট, ভলিবল কোর্ট, স্কোয়াশ কোর্ট, মাল্টিপারপাস স্পোর্টস কোর্ট, কাবাডি কোর্ট এবং একটি ফুটসাল কোর্ট থাকবে বসুন্ধরা মাল্টি স্পোর্টস অ্যারেনার সাউথ জোনে। এছাড়া দৃষ্টিনন্দন ল্যান্ডস্কেপ পার্ক আর মাল্টিপারপাস স্টুডিও তো থাকছেই। দর্শকরা খেলা দেখার পাশাপাশি পার্কে ভ্রমণের বিনোদনও পাবেন এখানে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads