মানিকগঞ্জের অসহায় দুস্থ বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ সহায়তা বিতরন করেছে দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান মাগুরা গ্রুপ। সোমবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার দিঘি ইউনিয়নে খাগড়াকুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মাগুরা গ্রুপের ভাইস চেয়ারম্যান দিলারা মোস্তফার সৌজন্যে ৫ শতাধিক অসহায় দুস্থ বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন দিঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন মোল্লা, বিশিষ্ট সমাজ সেবক মাসুদ করিম, ওবায়দুর রহমান রাসেল, এম এম রহমান মুরাদ, এ্যাড বজলুর রহমান, মোস্তাজিজুর রহমান মিরাজ, আজাদ হোসেন প্রমুখ। এসময় বন্যার্ত পরিবারের মাঝে চাল ডাল, তেল আলু আটা লবণ ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।