বন্দুকযুদ্ধে সারা দেশে নিহত ৯

বন্দুকযুদ্ধে নতুন করে অন্তত নয়জন গুলিতে নিহত হয়েছেন

প্রতীকি

অপরাধ

বন্দুকযুদ্ধে সারা দেশে নিহত ৯

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৬ মে, ২০১৮

চলমান মাদকবিরোধী অভিযানের মধ্যে নতুন করে সাত জেলায় অন্তত নয়জন গুলিতে নিহত হয়েছেন। এক্ষেত্রে কুমিল্লা ও দিনাজপুরে দুইজন করে আর চাঁদপুর, ময়মনসিংহ, জয়পুরহাট, ফেনী ও বরগুনায় নিহত হয়েছেন একজন করে।

পুলিশের ভাষ্য, তাদের মধ্যে ফেনী, বরগুনা ও দিনাজপুরে একজন করে নিজেদের মধ্যে গোলাগুলিতে নিহত হয়েছেন বলে। শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত কথিত এসব বন্দুকযুদ্ধ ও গোলাগুলির ঘটনা ঘটে বলে জানা গেছে।

পুলিশের সঙ্গে কুমিল্লায় দুইজন, ময়মনসিং, জয়পুরহাট ও চাঁদপুরে একজন করে এবং দিনাজপুরে একজন র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।

পুলিশের দাবি, নিহতরা সবাই মাদক চোরাকারবারে জড়িত ছিল। এদের কারো কারো বিরুদ্ধে থানায় মাদক আইনে একাধিক মামলা রয়েছে।

মাদকবিরোধী অভিযানের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর কথিত বন্দুকযুদ্ধে ১৯ মে রাত থেকে এ কয়দিনে অন্তত ৬৫ জনের মৃত্যু হল দেশের বিভিন্ন জেলায়।

আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, অভিযানের সময় মাদক চক্রের সদস্যরা গুলি চালালে পাল্টা গুলিবর্ষণ হয়, তাতেই এদের মৃত্যু ঘটে। তবে বিভিন্ন সময় নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ এসেছে, ধরে নিয়ে হত্যা করা হয় তাদের স্বজনদের।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads