বগুড়ার কাহালু উপজেলার দোগাছি দক্ষিণপাড়ার একটি পরিত্যাক্ত ডোবা থেকে এক অজ্ঞাত বৃদ্ধার (৬৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে কাহালু থানা পুলিশ ওই বৃদ্ধার লাশ উদ্ধার করে।
কাহালু থানার এস আই মালেক জানান, বৃদ্ধার পরণে লাল ছাপা ছালোয়ার কামিজ ও শরীরে একটি চাদর জড়ানো ছিল। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই বৃদ্ধার পরিচয় পাওয়া যায়নি।
কাহালু থানার অফিসার ইনচার্জ মো. শওকত কবির জানান, তাকে হত্যা করা হয়েছি কি না তা বলা যাচ্ছে না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ডোবার পানিতে পড়ে এই বৃদ্ধার মৃত্যু হতে পারে।