সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক জানিয়েছে, একটি বাগ বা ত্রুটির কারণে প্রায় ৮ লাখ ব্যবহারকারীর ব্লকড লিস্টে থাকা ব্যবহারকারীরা সাময়িকভাবে আনব্লকড হয়েছে। সোমবার এক ব্লগ পোস্টে এ কথা জানিয়েছে ফেসবুক। এর ফলে কারো ব্লকড লিস্টে থাকা ব্যবহারকারীরাও পুনরায় ওই ব্যক্তির প্রোফাইল দেখতে কিংবা মেসেজ পাঠাতে সক্ষম হয়েছিল।
মূল প্ল্যাটফর্মের পাশাপাশি মেসেঞ্জারও এ ত্রুটিতে আক্রান্ত হয়েছিল বলে জানিয়েছে ফেসবুক। বাগটি ২৯ মে থেকে ৫ জুন পর্যন্ত সক্রিয় ছিল বলেও জানানো হয়েছে প্রতিষ্ঠানটির এ ব্লগ পোস্টে। যেসব ব্যবহারকারী এ ত্রুটির শিকার হয়েছেন, ফেসবুক শিগগিরই একটি মেসেজের মাধ্যমে বিষয়টি অবহিত করবে বলেও জানানো হয়েছে।
ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়েছে, আট লাখের মধ্যে ৮৩ শতাংশ ব্যবহারকারীর ব্লক লিস্টে অন্তত একজন ব্যবহারকারী ছিল। তবে বাকিদের ব্লক লিস্টে ছিল আরো বেশি ব্যবহারকারী।
তবে সাময়িকভাবে আনব্লক হওয়া কতজন ব্যবহারকারী এ সুযোগটি কাজে লাগিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবহারকারীর প্রোফাইল ভিজিট করেছেন কিংবা তাদের মেসেজ পাঠিয়েছেন, সে বিষয়ে কিছু বলতে রাজি হননি ফেসবুকের একজন মুখপাত্র।
ব্যবহারকারীদের নিরাপত্তা ইস্যুতে বেশ কিছুদিন ধরেই চাপে আছে ফেসবুক। এর মধ্যেই নতুন এ ত্রুটির খবর ফেসবুককে কিছুটা হলেও বেকায়দায় ফেলবে।