জাতীয় পার্টির নতুন মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেছেন, পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ শতভাগ সুস্থ আছেন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তার সিঙ্গাপুরে যাওয়ার প্রয়োজন আছে। কিন্তু দলের স্বার্থেই ১০ ডিসেম্বরের আগে যাচ্ছেন না তিনি। গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর বনানী জাতীয় পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে সম্মিলিত জাতীয় জোটের নেতাদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এদিকে আবারো সিএমএইচে ভর্তি হয়েছেন সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদ। গত সোমবার রাত ১টায় তিনি সিএমএইচে যান। বাসায় একা থাকতে ভয় পান। এ জন্য একটু অসুবিধা বোধ করলে অ্যাম্বুলেন্স ডেকে সিএমএইচে চলে যাচ্ছেন। মহাজোটের সঙ্গে আসন ভাগাভাগির বিষয়ে মসিউর রহমান রাঙ্গা বলেন, ৯ ডিসেম্বরের মধ্যেই মহাজোটের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে। যারা নির্বাচনে জিততে পারবেন এবং মাঠপর্যায়ে গ্রহণযোগ্যতা আছে, তাদেরই মনোনয়ন দেওয়া হবে। মহাজোটের বন্ধুদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমেই চূড়ান্ত হবে মহাজোটের প্রার্থী তালিকা।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাপা মহাসচিব বলেন, স্যার (এরশাদ) হেঁটে আমার কাছে এসেছেন, সব স্বাভাবিক। স্যারের বাসায় নিকটাত্মীয় কিংবা স্বজন কেউই নেই। সেখানে তিনি একা একা থাকতে ভয় পাচ্ছেন। এটিকে ভিন্নভাবে নেওয়ার কিছু নেই।
নির্বাচন এলেই সাবেক রাষ্ট্রপতি এরশাদের সিএমএইচে যাতায়াত বেড়ে যায়— সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে জাপা মহাসচিব বলেন, স্যারের শারীরিক অবস্থা একবার খারাপ, একবার ভালো। এখন থেকে এক ঘণ্টা আগেও আমি কথা বলে এসেছি। উনি রংপুরের কোল্ড স্টোরেজের বেতন তালিকায় সই করেছেন। এ ছাড়া চেয়ারম্যান তার ছেলে স্বাদ এবং ছোট ভাই জিএম কাদেরের সঙ্গেও কথা বলেছেন। এতে বোঝা যায়, তিনি শতভাগ সুস্থ।
এবিএম রুহুল আমিন হাওলাদার ‘শারীরিক অসুস্থতার’ কারণে মহাসচিবের পদ থেকে পদত্যাগ করেছেন বলে জানা মসিউর রহমান রাঙ্গা।





