ফের জামিন পেলেন আসিফ

মডেল আসিফ

সংরক্ষিত ছবি

আনন্দ বিনোদন

ফের জামিন পেলেন আসিফ

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২১ মে, ২০১৮

স্ত্রী শামীমা আক্তার অরণির করা নির্যাতন মামলায় আবারো জামিন পেয়েছেন মডেল আসিফ। জামিনের মেয়াদ শেষ হওয়ায় আবারো জামিন বৃদ্ধির আবেদন করেন তার আইনজীবী। পরে আদালত আপস শর্তে তাকে ২৭ মে পর্যন্ত জামিন দেন। রোববার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৬-এর বিচারক শহীদুল ইসলাম তার জামিন মঞ্জুর করেন।

২০১৫ সালের ৭ আগস্ট শামীমা আক্তার অরণির সঙ্গে বিয়ে হয় কাজী আসিফের। তাদের ঘরে একটি কন্যাসন্তান রয়েছে। বিয়ের সময় অরণির পরিবার সাত থেকে আট লাখ টাকা মূল্যমানের আসবাবপত্র এবং গাড়ি কেনার জন্য ১৮ লাখ টাকা প্রদান করে আসিফকে। গত ২ এপ্রিল আসিফ আরো ২০ লাখ টাকা যৌতুক দাবি করে স্ত্রীকে মারধর করেন। পরে গত ৩ মার্চ আসিফের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন তার স্ত্রী অরণি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads