ফের কর্মবিরতিতে ইবি কর্মকর্তারা

ইবি কর্মকর্তাদের অবস্থান ধর্মঘট

ছবি: বাংলাদেশের খবর

শিক্ষা

ফের কর্মবিরতিতে ইবি কর্মকর্তারা

  • ইবি প্রতিনিধি
  • প্রকাশিত ৪ মার্চ, ২০১৯

দ্বিতীয়দিনের মত কর্মবিরতি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কর্মকর্তারা। চাকরির বয়সসীমা বৃদ্ধি, কর্মঘণ্টা কমানোসহ তিনটি দাবিতে দ্বিতীয় দিনের মত এ কর্মবিরতি পালন করে তারা।

জানা যায়, বর্তমান সাত ঘণ্টা থেকে এক ঘন্টা কমিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম ৬ ঘণ্টার দাবি, চাকরীর বয়সসীমা ৬০ থেকে দুই বছর বৃদ্ধি ৬২ করা এবং বেতন স্কেল বাড়ানোর দাবি করে এ কর্মবিরতি পালন করে কর্মকর্তারা। সপ্তাহব্যাপী এই কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে তারা।

সমিতির সভাপতি শামসুল ইসলাম জোহার নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে অবস্থান করে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্মবিরতি করে তারা।

কর্মবিরতি থেকে ক্যাম্পাসের কর্মকর্তা নেতারা একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রমের সময়সীমা সকাল ৯টা থেকে সাড়ে ৪টার পরিবর্তে সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত করার দাবি জানায়। এছাড়া চাকুরির বয়সসীমা বৃদ্ধি করে ৬০ থেকে ৬২ করন এবং উপ-রেজিস্ট্রার এবং সমমানের কর্মকর্তাদের বেতন স্কেল চতুর্থ গ্রেডে ৫০ হাজার এবং সহকারী রেজিস্ট্রার ও সমমানের কর্মকর্তাদের জন্য ষষ্ঠ গ্রেডে ৩৫ হাজার ৫০০ টাকা করনের দাবি জানায় কর্মকর্তারা।

জানা গেছে, গত বছরের ১৭ মে বিশ্ববিদ্যালয়ের ২৩৪ তম সিন্ডিকেটে বিশ্ববিদ্যালয়ের কর্মঘণ্টা বৃদ্ধি করে প্রশাসন। এর আগে ক্যাম্পাসের কর্মঘন্টা সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত কর্মঘণ্টা ছিল। সিন্ডিকেটে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত করা হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের চাকরির বয়সসীমা ৬২ থেকে ৬০ করে প্রশাসন। তবে কামানো বয়সসীমা বৃদ্ধি করার দাবিতে আন্দোলন করছে কর্মকর্তারা।

কর্মকর্তারা জানায়, দুপুর ২টার শিডিউলের গাড়িতে অধিকাংশ শিক্ষক-শিক্ষার্থী ক্যম্পাস ত্যাগ করে। শুধুমাত্র কর্মকর্তাদের বাধ্য হয়ে থাকতে হচ্ছে। এর কারনে বিশ্ববিদ্যালয়ের উপকারের চেয়ে ক্ষতি বেশি হচ্ছে বলেও দাবি করে তারা। কর্মঘণ্টা বৃদ্ধির কারণে বিদ্যুৎ বিল এবং পরিবহন খরচ দ্বিগুণ হয়েছে বলেও জানায় কর্মকর্তারা।

কর্মকর্তা সমিতির সভাপতি শামসুল ইসলাম জোহা বলেন, ‘আমাদের এ আন্দোল চলবে। বুধবার পর্যন্ত ২ ঘন্টা কর্মবিরতি পালন করবো। দাবি না মানলে কঠোর আন্দোলনের দিকে যেতে বাধ্য হবো।’

উল্লেখ্য, এর আগেও একই দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান, মানববন্ধন, মৌন মিছিলসহ বিভিন্ন কর্মসূচী পালন করে কর্মকর্তারা। রবিবার থেকে লাগাতার ২ ঘন্টা কর্মবিরতি পালন করছে তারা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads