ফুলেদের সাবদী

গ্লাডিয়াস ফুল

সংরক্ষিত ছবি

ফিচার

ফুলেদের সাবদী

  • প্রকাশিত ১৫ জুলাই, ২০১৮

দূর থেকে দেখলে মনে হয় যেন দিগন্তজোড়া রঙ-বেরঙের কার্পেট দিয়ে ঢেকে দেওয়া হয়েছে মাঠের পর মাঠ, ক্ষেতের পর ক্ষেত। আর সামনে এলে মনে হয় এ যেন পৃথিবী নয়, ছোট কোনো স্বর্গ। চারদিকে শুধু ফুল আর ফুল। সারি সারি লাল, হলুদ, কমলা, সাদা রঙের গ্যালাডিয়া, নানা রঙের গাঁদা, চেরি, জিপসি, ডালিয়া, গোলাপ, জবা আর কাঠবেলীর বাগান দেখে যে কারো মনে স্বর্গীয় আনন্দ বিরাজ করে। শিল্পাঞ্চল নারায়ণগঞ্জের বুক চিরে বয়ে যাওয়া শীতলক্ষ্যার পূর্ব পাড়ে সাবদী গ্রামেই এ ফুলের সমারোহ। ফুলের গ্রাম হিসেবেই এখন এর অধিক পরিচিতি। সাবদীর পার্শ্ববর্তী দিঘলদী, কল্যাণদী, মাধবপাশা, সেলসারদী গ্রামেও রয়েছে বিঘার পর বিঘা ফুলের ক্ষেত। ফুল চাষ করে এসব গ্রামের অনেকেই এখন স্বাবলম্বী। গ্রামের মহিলারাও ফুল চাষের সঙ্গে নিজেদেরকে জড়িয়ে স্বাবলম্বী হচ্ছেন।

সাবদী গ্রামে গেলে ফুলচাষি সফিকুল ইসলাম, কামরুল ইসলাম, মোছলে উদ্দিনসহ অনেক কৃষকের সঙ্গেই দেখা হতে পারে। এলাকাটিতে যেসব ফুল সবচেয়ে বেশি চাষ করা হয় তার মধ্যে অন্যতম গাঁদা, রজনীগন্ধা ও গ্যালডিয়া ইত্যাদি। কারণ বিভিন্ন অনুষ্ঠান ও দিবসে এসব ফুলের চাহিদা অনেক বেশি।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads